ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গলফার কিমের চমক

প্রকাশিত: ০৫:১৮, ৯ মে ২০১৭

গলফার কিমের চমক

স্পোর্টস রিপোর্টার ॥ র‌্যাঙ্কিং বিবেচনায় আরিয়া জুটানুগার্ন ছিলেন অন্যতম ফেবারিট। মেক্সিকোয় অনুষ্ঠিত লোরেনা ওচোয়া গলফে বিশ্বের তিন নম্বর র‌্যাঙ্কিংধারী এ থাই মহিলা গলফার তবু পারলেন না। তাকে হারিয়ে চমক দেখালেন ১২ নম্বর র‌্যাঙ্কিংধারী কিস সেই-ইয়াং। ক্যারিয়ারের ষষ্ঠ এলপিজিএ ট্যুর শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন এ দক্ষিণ কোরিয়ান গলফার। ২০১৫ সালে একেবারেই নবীন গলফার হিসেবে শুরু করেছিলেন কিম। গত বছর জুনে সর্বশেষ কোন শিরোপা জিতেছিলেন মেইজার এলপিজিএ ক্ল্যাসিকে চ্যাম্পিয়ন হয়ে। ২০১২ সালের পর প্রথম কোন এলপিজিএ ম্যাচ-প্লে ইভেন্টে জয় পেয়েছেন কিম দারুণ নৈপুণ্য দেখিয়ে। প্রথম তিন হোলেই জুটানুগার্নের চেয়ে এগিয়ে থেকে জয় তুলে নেন। কিন্তু উল্টো ঘটনা আরিয়ার জন্য। ক্যারিয়ারে যে ৫টি শিরোপা জিতেছেন তার সর্বশেষটি ছিল গত বছর। সেমিফাইনালে মিশেল উই এবং ২৫ র‌্যাঙ্কিংধারী স্বদেশী হার মি-জুংকে হারিয়ে দিয়ে দারুণভাবে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হলেন কিমের কাছে। জয়ের পর পর কিম বলেন, ‘খুবই কঠিন একটা দিন গেল। আমি এর আগে এত কঠিন কোন জয় পাইনি। শেষ পর্যন্ত জিততে এবং হাতে ট্রফি নিতে পেরে আমি খুব খুশি।’
×