ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ রাতে মোনাকোর বিপক্ষে খেলবে তুরিনের ওল্ড লেডিরা

ফাইনাল নিশ্চিতের মিশন জুভেন্টাসের

প্রকাশিত: ০৫:১৭, ৯ মে ২০১৭

ফাইনাল নিশ্চিতের মিশন জুভেন্টাসের

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতে ফাইনালে এক পা দিয়ে রেখেছে জুভেন্টাস। আজ রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। এবার বুফনরা খেলবেন নিজেদের মাঠ তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে। দ্বিতীয় লেগের ম্যাচটি জিতে চলমান উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে খেলতে চায় জুভেন্টাস। এই মিশনে তাদের প্রতিপক্ষ ফরাসী ক্লাব মোনাকো। এক মৌসুম পর আবারও চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের ফাইনালে খেলার পথে আছে জুভেন্টাস। শেষ চারের প্রথম লেগের ম্যাচে জুভদের হয়ে দুটি গোলই করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়াইন। এই জয়ে ২০১৪-১৫ মৌসুমের পর আবারও ইউরোপ সেরার লড়াইয়ে ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে জুভেন্টাস। চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বে টানা সাত ম্যাচ গোলের দেখা পাননি হিগুয়াইন। তবে মোনাকোর বিপক্ষে দারুণ খেলে সমালোচনার জবাব দিয়েছেন আর্জেন্টাইন তারকা। তার দুটি গোলেরই নেপথ্য কারিগর ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিয়েল আলভেজ। চ্যাম্পিয়ন্স লীগের কোন ম্যাচে এবারই প্রথমবার দুই গোলে সহায়তা করেছেন বার্সিলোনার সাবেক এই তারকা। এর আগে আরেক সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে হারিয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদকে। প্রথম লেগের এই জয়ে গ্যালাক্টিকোরাও ফাইনাল অনেকটা নিশ্চিত করে ফেলেছে। যে কারণে ১৯৯৭-৯৮ মৌসুমের পর আবারও চ্যাম্পিয়ন্স লীগে দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস ফাইনাল মহারণ। জুভেন্টাস ঘরোয়া লীগ ইতালিয়ান সিরি এ তেও শিরোপা জয়ের পথে আছে। চ্যাম্পিয়ন্স লীগও জিততে চায় তারা। দলটির অভিজ্ঞ গোলরক্ষক ও অধিনায়ক বুফনের কল্যাণে এবারের চ্যাম্পিয়ন্স লীগে জুভেন্টাস মাত্র দুটি গোল হজম করেছে। যে কারণে এই দলের বিপক্ষে মোনাকো কমপক্ষে তিন গোল করবে এমন ভাবছেন না কেউই। কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির বার্সিলোনাকে উড়িয়ে দিয়ে সেমির টিকেট নিশ্চিত করেছে ইতালিয়ান জায়ান্টরা। কিন্তু মোনাকোও কম যায় না। ইউরোপের শীর্ষ লীগে এখন পর্যন্ত তারাই সর্বোচ্চ গোল দিয়েছে, দলের ১৮ বছর বয়সী স্ট্রাইকার কাইলিয়ান এমবাপেকে নিয়ে বিশ্ব ফুটবলে তোলপাড় চলছে। মোনাকো কোচ লিওনার্ডো জারডিম উল্লেখযোগ্য কোন মন্তব্য না করলেও এখনই সব শেষ হয়ে গিয়েছে বলে বিশ্বাস করেন না। তার মতে ম্যাচের শুরুতেই গোল দিতে পারলে মোনাকোর সুযোগ সৃষ্টি হবে। প্রথম লেগে হিগুয়াইন ও বুফনই মূলত ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছিলেন। হিগুয়াইন করেন জোড়া গোল। আর বুফন মোনাকোকে বেশ কয়েকটি গোল থেকে বঞ্চিত করেছেন। সেটা মানছেন মোনাকো কোচও। জারডিমও বলেন, ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন হিগুয়াইন ও বুফন। হিগুয়াইন গোল করেছে। আর আমাদের একের পর এক গোলের সুযোগগুলো নষ্ট করেছে বুফন। আসলে বুফনই আমাদের ম্যাচে ফিরতে দেয়নি এবং শেষ পর্যন্ত হারিয়ে দিয়েছে। ফিরতি লেগে তাই কাজটা কঠিন হবে বলে মনে করছেন তিনি। তবে ফরাসী দলের কোচ আশাবাদী, সাধ্যমতো খেলতে পারলে অসাধ্য সাধন সম্ভব। অন্যদিকে বুধবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকোর মাঠে গিয়ে খেলবে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিকে রিয়াল জিতেছে ৩-০ গোলে।
×