ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দল ঘোষণা

প্রকাশিত: ০৫:১৭, ৯ মে ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার ॥ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) আর্থিক দ্বন্দ্বের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটের হুমকি দিয়েছিল ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই)। অনেক নাটকীয়তার পর দেশটির সুপ্রীমকোর্ট গঠিত কমিটির (সিওএ) হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত স্বাভাবিক। তবে বিলম্বে দেয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত দলে তেমন কোন নাটকীয়তা বা চমক নেই। দীর্ঘদিন পর ফিরেছেন ওপেনার রোহিত শর্মা ও পেসার মোহাম্মদ শামি। আর ঘরের মাটিতে ইংলিশদের বিপক্ষে খেলা সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন অমিত মিশ্র ও লোকেশ রাহুল। নেতৃত্বে যথারীতি বিরাট কোহলি। রবিবার বিসিসিআইর বিশেষ সভায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়ার একদিন পর সোমাবার দল ঘোষণা করে ভারত জাতীয় নির্বাচক কমিটি। শামি-রোহিতের ফেরা এবং ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিংয়ের জায়গা ধরে রাখা ঘোষিত দলের আলোচিত ইস্যু। ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছেন শামি। ওই ম্যাচে চোট পাওয়ার পর ছিটকে যান। সুস্থ হয়ে টেস্টে ফিরলেও দুই বছর পর ওয়ানডে প্রত্যাবর্তন। চলতি আইপিএলে পারফর্মেন্স যদিও বলার মতো নয়। ৫ ম্যাচ খেলে পেয়েছেন মাত্র ২ উইকেট। নির্বাচকরা তবু এই ডানহাতি পেসারের ওপর ভরসা রেখেছেন। কারণ ইনজুরিতে পড়ার আগে বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেন তিনি। আর চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু ইংল্যান্ডের কন্ডিশনও অস্ট্রেলিয়া-নিউজিলান্ডের মতোই। ২৬ বছর বয়সী পেসারের মাঝে দ্রুতগতির বাউন্সি পিচে ভাল করার বিশেষ দক্ষতা রয়েছে। পেস আক্রমণে শামির সঙ্গে আছেন উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, হারদিক পান্ডিয়া (অলরাউন্ডার) ও জাসপ্রিত বুমরাহ। স্পিন বোলিংয়ে তুখোড় রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গী রবীন্দ্র জাদেজা (অলরাউন্ডার)। আর সাম্প্রতিক সময়ে দল সফল হলেও ওপেনিংয়ের সমস্যা মেটানোর চিন্তা থেকে রোহিতকে ফেরানো হয়েছে। গত বছর অক্টোবরে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডধারী হার্ডহিটার এ ব্যাটসম্যান। চোট থাকায় অনেক দিন রিহ্যাবে কাটিয়ে আইপিএল দিয়ে মাঠে ফিরেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১০ ম্যাচে করেছেন ১৮৩ রান। মূলত প্রতিভাবান লোকেশ রাহুলের কাঁধের ইনজুরিই তাকে দলে জায়গা ফিরিয়ে দিয়েছে। ওপেনিংয়ে শিখর ধাওয়ানের সঙ্গী হবেন রোহিত। তৃতীয় বিকল্প হিসেবে আছেন অজিঙ্কা রাহানে। ক্ল্যাসিকেল রাহানে অবশ্য যেকোন পজিশনের জন্য ফিট। টপ-অর্ডারে অধিনায়ক কোহলি পাচ্ছেন যুবরাজ সিং, কেদার যাদব ও মহেন্দ্র সিং ধোনিকে (উইকেটরক্ষক)। তার সঙ্গে অলরাউন্ডার জাদেজা, হারদিক ও অশ্বিনকে যোগ করলে ব্যাটিংয়ে গভীরতা বেশ। সুরেশ রায়না, দীনেশ কার্তিক, কুলদীপ যাদব, ঋষভ পন্থ ও শার্দুল ঠাকুর আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তাদের কারওই জায়গা হয়নি। উল্লেখ্য, ১ জুন ইংল্যান্ডে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ভারত ওয়ানডে দল ॥ বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, কেদার যাদব, হারদিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, মানীষ পান্ডে ও মোহাম্মদ শামি।
×