ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৫:১৩, ৯ মে ২০১৭

পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

জনকণ্ঠ ডেক্স ॥ পানিতে ডুবে চাঁদপুরে দুই শিশু, মুন্সীগঞ্জে দুই শিশু ও সাতক্ষীরায় এক শিশু পানিতে পড়ে মারা গেছে। খবর ্্স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো। চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে ফরিয়া (২) ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ও বলাখাল এলাকায় হৃদয় (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টা বড়কুল গ্রামে ও বেলা ১১টায় বলাখাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় বলাখাল মিজিবাড়ির বাদশা মিজির ছেলে এবং ফারিয়া বড়কুল গ্রামের মাসুদ আলমের কন্যা। জানা যায়, ফারিয়া নিজেদের ঘরের সামনের পুকুরে পড়ে যায় এবং হৃদয় সকালে বাড়ি থেকে বের হয়ে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। মুন্সীগঞ্জ লৌহজংয়ে পদ্মায় গোসল করতে গিয়ে রাবিয়া বেগম (৯) ও নুসরাত জাহান লামিয়া (৭) নামে দুই শিশুর সলিল সমাধি হয়েছে। সোমবার বিকালে তাদের লাশ উদ্ধার করা হয়। জানা যায়, রাজবাড়ীর পাংশা উপজেলার শেখ পাড়া গ্রামের শহিদুল ইসলামের কন্যা রাবিয়া বেগম (৯) ও ঢাকার বড়বাজার মুগদা এলাকার বিল্লাল হোসেনর কন্যা নুসরাত জাহান লামিয়া (৭) বাবা-মার সঙ্গে লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়নের ওয়ারী গ্রামের কাদের শেখের বাড়িতে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। সোমবার দুপুর আড়াইটার দিকে তারা আত্মীয় স্বজনের সাথে দল বেধে শিমুলিয়া ৩ নং ফেরি ঘাট সংলগ্ন পদ্মায় গোসল করতে যান। সাঁতার না জানা রাবিয়া ও লামিয়া কখন যে নিখোঁজ হয়ে গেছে কেউ তা বলতে পারেনি। তাদেরকে না দেখে সকলের আতঙ্কিত হয়ে পড়েন স্বজনরা। পরে পদ্মার ওই এলাকায় অনেক খোঁজাখুঁজির পর বিকেলে তাদের লাশ উদ্ধার করা হয়। সাতক্ষীরা স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, কালিগঞ্জে পানিতে ডুবে অনিক নামের ছয় বছরের শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার মৌতলা গ্রামে এ ঘটনাটি ঘটে। অনিক মৌতলা গ্রামের কাজী শরিফুল ইসলামের ছেলে। জানা যায়, অনিক দুপুরে বাড়ির পাশে পুকুর ধারে খেলার সময় অসাবধানবশতঃ পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে ওই পুকুর থেকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
×