ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুলনায় বস্তিতে আগুন ॥ ৩০ ঘর ভস্মীভূত

প্রকাশিত: ০৫:১২, ৯ মে ২০১৭

খুলনায় বস্তিতে আগুন ॥ ৩০ ঘর ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর রূপসা নতুন বাজার এলাকায় বস্তিতে অগ্নিকা- ঘটেছে। এতে সেখানে থাকা প্রায় ৩০ ঘর পুড়ে গেছে। রবিবার রাতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত পৌনে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকা-ে ২৫ ঘর সম্পূর্ণ ও পাঁচটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ধারণা করা হচ্ছে কারও চুলার আগুন থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত। কক্সবাজার স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, টেকনাফে অগ্নিকা-ে ৩০ বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার দুপুরে পৌরসভার বাসস্ট্যান্ডের পশ্চিমে ছিদ্দিক কলোনিতে একটি বাসায় রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকা-ের সূত্রপাত। অগ্নিকা-ের বিষয়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে অবহিত করা হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে পানি সঙ্কটে পড়ে। ঘণ্টাব্যাপী অগ্নিকা-ে পণ্যের গুদাম, ভাড়া বাসাসহ প্রায় ৩০ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, আড়াইহাজারে একটি ঝুটের ও মুদি মালামালের গোডাউনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। অগ্নিকা-ে প্রায় ২০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী এলাকায়। পরে মুদি মালমালের গোডাউনেও ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন ওই স্থানে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে আড়াইহাজার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। নাটোরে ছয় দোকান নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, নলডাঙ্গা উপজেলায় অগ্নিকা-ে ছয়টি দোকানঘর পুড়ে গেছে। রবিবার রাত ১২টার দিকে হরিদা খলসি বাজারের দুটি মুদিখানা দোকান, দুটি ফ্যার্মেসি ও একটি টেইলার্স এবং সোমবার সকালে নলডাঙ্গা বাজারের একটি সার ও কীটনাশকের দোকান রবিবার পুড়ে ছাই হয়ে যায়। নাটোর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। নীলফামারী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, অগ্নিকা-ের ঘটনায় সৈয়দপুরে দুইটি পরিবারের চারটি বসতঘর পুড়ে গেছে। সোমবার ভোর ৩টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। সূত্রমতে, সৈয়দপুর শহরের বাঁশবাড়ি সাদরা লেনের কাঠ ব্যবসায়ী বেলাল হোসেনের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুরে দমকল বাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দুই পরিবারের চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ফরিদপুর নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, সালথা উপজেলার আটঘর ইউনিয়নে গোয়ালপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মোল্লার বসতবাড়ি দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে। রবিবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। আগুনে মুক্তিযোদ্ধা কাদের মোল্লার রান্নাঘর ও গোয়াল ঘর পুড়ে গেছে।
×