ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভোলায় সাপ আতঙ্কে গ্রামবাসী ॥ উদ্ধার দুই শতাধিক

প্রকাশিত: ০৫:১১, ৯ মে ২০১৭

ভোলায় সাপ আতঙ্কে গ্রামবাসী ॥ উদ্ধার দুই শতাধিক

হাসিব রহমান কন্দকপুর গ্রাম থেকে ফিরে ॥ সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামের মানুষ এখন সাপের আতঙ্কে দিন কাটাচ্ছে। মোতাহার হোসেন বয়াতি নামে এক ব্যক্তির বসতঘরের মাটির নিচ থেকে এ পর্যন্ত দুই শতাধিক সাপ ও সাপের ডিম উদ্ধার করা হয়েছে। পরে ওই সাপ মেরে ডিমসহ মাটি চাপা দেয়া হয়েছে। রবিবারও সাপ ধরার জন্য মাটি খুঁড়ে ও জাল পাতা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই বাড়ির আশপাশ এলাকায় আরও সাপ রয়েছে। এদিকে সাপের আতঙ্কে ওই পরিবারটি তার ঘরে বসবাস করতে পারছে না। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ সাপ দেখার জন্য ওই বাড়িতে গিয়ে ভিড় জমাচ্ছে। মোতাহার হোসেন বয়াতির ছেলে ইব্রাহীম বয়াতি বলেন, গত সোমবার সকালে ঘরের একটি গর্ত দিয়ে এক দেড় হাত লম্বা একটি সাপের বাচ্চা বের হয়ে আসে। ধাওয়া করলে ফনা তুলে আবার ওই গর্তে ঢুকে যায়। এক পর্যায়ে তারা গর্ত খুঁড়ে মাটির নিচ থেকে ছোট ছোট কালা ও দারাই সাপের বাচ্চা উদ্ধার করে। এ ভাবে প্রতিদিনই মাটির নিচ থেকে সাপ ও ডিম পাওয়া যাচ্ছে। গত এক সপ্তাহে দুই শতাধিক সাপ ও ডিম মাটির নিচ থেকে উদ্ধার করে মারা হয়। নির্মাণ শ্রমিকের হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নির্মাণ শ্রমিক আজাদ সিকদারের হত্যাকারী কবিরের ফাঁসির দাবিতে সোমবার সকাল দশটায় সদর রোডের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় তিনটি অটোরিক্সা ভাংচুর করা হয়েছে। একই দাবিতে দিনব্যাপী কর্মবিরতি পালন করছে নির্মাণ শ্রমিকরা। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন ইউনিয়নের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে বিভিন্ন এলাকাভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। একপর্যায়ে উত্তেজিত শত শত নির্মাণ শ্রমিক রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় সদর রোড, কাঠপট্টি ও গির্জা মহল্লা সড়কে বিভিন্ন যানবাহন আটকা পড়ে। পরে নির্মাণ শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। মানববন্ধনে নিহত ইমারত শ্রমিক আজাদ সিকদারের বৃদ্ধা মা, দুই শিশুসন্তানসহ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। সড়ক নিরাপত্তায় র‌্যালি স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ সোমবার সকালে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে। টাউন হলের এ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। আলোচনা সভায় ময়মনসিংহের জেলা প্রশাসক খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ। কৃষিবিষয়ক কর্মশালা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৮ মে ॥ শস্য উৎপাদন বৃদ্ধিকল্পে একই জমিতে বছরে চারটি ফসল বিন্যাস প্রযুক্তির বিস্তার বিষয়ে সোমবার উপজেলা পর্যায়ে অর্ধবার্ষিক সমন্বয় সভা স্থানীয় আরডিআরএস প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন আরডিআরএস’র কর্মসূচী ব্যবস্থাপক ইসলাম এবং বছরে চারটি ফসল বিন্যাস প্রযুক্তি প্রকল্পের অগ্রগতিসহ অন্যান্য তথ্যাবলী উপস্থাপন করেন আরডিআরএস’র কৃষি কর্মকর্তা রবিউল আলম। এ সময় আরও বক্তব্য দেন খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা মাহফুজুর রহমান, ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্ম্মন, আকবর হোসেন প্রমুখ।
×