ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কিশোরীগঞ্জে প্রধান শিক্ষকের দুর্নীতি ॥ স্কুল ঘেরাও

প্রকাশিত: ০৫:১০, ৯ মে ২০১৭

কিশোরীগঞ্জে প্রধান শিক্ষকের দুর্নীতি ॥ স্কুল ঘেরাও

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কিশোরীগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি ময়দানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে এলাকার অভিভাবকরা স্কুলটি ঘেরাও করেছে। সোমবার বেলা ১১টায় এ ঘটনার খবর পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তিন সহকারী শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জন্য দায়ী করে প্রধান শিক্ষক ওই স্কুলের সহকারী শিক্ষক আখরুজ্জামানকে লাঞ্ছিত করে। এ নিয়ে সেখানে তোলপাড় সৃষ্টি হয়। এলাকার অভিভাবক জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সপ্তাহে একদিনও বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। শুধু একদিন এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান। বিদ্যালয়ের আলমিরা স্কুল হতে তার বাড়িতে নিয়ে নিজ কাজে ব্যবহার করছে। বিদ্যালয়ের হাজিরা খাতায় প্রতিদিন প্রতিটি শ্রেণীতে ১০ থেকে ১৫ ছাত্রছাত্রী উপস্থিত থাকলেও দ্বিগুণ ছাত্রছাত্রী উপস্থিত দেখিয়ে উপবৃত্তির টাকা উত্তোলন করে আত্মসাত করছেন। অভিযোগ মতে প্রধান শিক্ষকের বয়স ৫৫ হলেও তিনি বিয়ে না করে দুটি সন্তানের নামে নিয়মিত শিক্ষা ভাতা উত্তোলন করে আসছেন। তাছাড়া তিনি ভুয়া ছাত্রছাত্রী ভর্তি দেখিয়ে সরকারী বিনামূল্যের বই উত্তোলন করে কালোবাজারে বিক্রি করে দিয়েছেন। প্রাক-প্রাথমিকে উপকরণ ক্রয় না করে বরাদ্দকৃত টাকা আত্মসাত করেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তিন সহকারী শিক্ষা অফিসার মোতাহার হোসেন, নুরুজ্জামান ও রফিকুল ইসলাম ঘটনাস্থলে এসে তদন্তের মাধ্যমে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানালে এক ঘণ্টা পর অভিভাবকরা স্কুল ঘেরাও প্রত্যাহার করে নেয়। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান বলেন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
×