ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে বাজেটবিষয়ক আলোচনা সভা

প্রকাশিত: ০৫:০৪, ৯ মে ২০১৭

পিরোজপুরে বাজেটবিষয়ক আলোচনা সভা

গত রবিবার সকালে ২০১৭-১৮ অর্থবছরের জতীয় বাজেট ঘোষণার প্রাক্কালে পিরোজপুর জেলার অত্যাবশ্যকীয় দাবি নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় চেম্বার অব কমার্স মিলনায়তনে গণতান্ত্রিক বাজেট আন্দোলন পিরোজপুর জেলা কমিটির আহ্বায়ক কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন। আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেনÑ এ্যাড. শহিদুল্লহ খান, সাংস্কৃতিক কর্মী খালিদ আবু, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, পৌর প্যানেল মেয়র মিনারা বেগম আঃ সালাম বাতেন, প্রভাষক দিলিপ কুমার মিস্ত্রি, সরকারী সোহ্রাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম মন্টু সিকদার প্রমুখ। আলোচনায় জাতীয় বাজেটে পিরোজপুর জেলার ৯টি বিষয়ে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। -নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর ভারতে এডিবির আঞ্চলিক কেন্দ্র স্থাপনের বিরোধিতা এডিবির আঞ্চলিক কেন্দ্র ভারতে স্থাপনে দেশটির প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ। সংস্থার ৫০তম বোর্ড সভার সমাপনীতে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি এ প্রস্তাব দিলে এর বিরোধিতা করেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এদিকে, পশ্চিমা অনেক দেশই এশিয়ার অগ্রগতি সহ্য করতে পারছে না বলে অভিযোগ করেন ফিলিপাইন্সের অর্থমন্ত্রী। ফিলিপাইন্সের অর্থমন্ত্রী জাপানের উপপ্রধানমন্ত্রীর সভাপতির দায়িত্ব বুঝিয়ে দেয়ার মধ্য দিয়ে শেষ হলো এডিবির ৫০তম বার্ষিক সাধারণ সভা। আয়োজক দেশ হওয়ায় সংবাদ সম্মেলন করে কৃতজ্ঞতা জানান ফিলিপাইন্সের অথর্মন্ত্রী। সমাপনী দিনে এক সেমিনারে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রস্তাব করেন, দিল্লীতে এডিবির আঞ্চলিক হাব স্থাপনের। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আপত্তি জানান বাংলাদেশের অর্থমন্ত্রী। ৪ দিনের সম্মেলনে এশিয়ার দেশগুলোর সংহতি এবং ঐক্যের বহিঃপ্রকাশ প্রমাণ হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×