ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২৫০ শিল্প প্রতিষ্ঠান নতুন গ্যাস সংযোগ পাচ্ছে

প্রকাশিত: ০৫:০৩, ৯ মে ২০১৭

২৫০ শিল্প প্রতিষ্ঠান নতুন গ্যাস সংযোগ পাচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দীর্ঘদিন পর শিল্প-কারখানায় নতুন গ্যাস সংযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া বেশকিছু প্রতিষ্ঠানে বাড়ানো হচ্ছে গ্যাসের লোড। সব মিলিয়ে ২৫০ প্রতিষ্ঠান নতুন সংযোগ অথবা বাড়তি লোড পাচ্ছে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি রয়েছে। এর মধ্যে চারটি কোম্পানি নতুন সংযোগ পাচ্ছে। বাকি একটি কোম্পানিতে দেয়া হচ্ছে বাড়তি লোড অর্থাৎ আগের সংযোগের ভিত্তিতেই তাদের বাড়তি গ্যাস দেয়া হবে। জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে গ্যাস সংযোগ সংক্রান্ত কমিটি আলোচিত প্রতিষ্ঠানগুলোর আবেদন অনুমোদন করে। গত রবিবার পেট্রোবাংলা অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করে। তবে নতুন সংযোগ ও বাড়তি লোডের অনুমোদন দিলেও এখনই গ্যাস পাচ্ছে না প্রতিষ্ঠানগুলো। আগামী বছরের মার্চ মাসে তারা গ্যাস পাবে বলে পেট্রোবাংলা সূত্রে জানা গেছে। কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড মুন্সীগঞ্জের মুক্তারপুরে নতুন ইউনিটের জন্য নতুন সংযোগের অনুমোদন পেয়েছে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কাঁচপুরে নতুন ইউনিটের জন্য সংযোগ পেয়েছে। তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড গাজীপুরের শ্রীপুরে যে ডায়িং ইউনিট করছে, তাতে গ্যাস সংযোগ পাচ্ছে। এছাড়া ওটিসি মার্কেটে তালিকাভুক্ত বেঙ্গল ফাইন সিরামিকস গ্যাসের নতুন সংযোগ পেয়েছে। অন্যদিকে আরএকে সিরামিকস লিমিটেড শ্রীপুরের কারখানায় বাড়তি গ্যাস সরবরাহের অনুমোদন পেয়েছে। কাতার বাংলাদেশ ব্যাংকে ১৮০ কোটি ডলার রাখবে অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকে ১৮০ কোটি ডলার (প্রায় ১৪ হাজার ৬৮৮ কোটি টাকা) তহবিল রাখার পথ সুগম করতে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কাতার। সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও কাতারের কেন্দ্রীয় ব্যাংকের গবর্নর শেখ আবদুল্লাহ বিন সাউদ আল-থানি কাতারের রাজধানী দোহায় এ চুক্তি স্বাক্ষর করেন। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্র্রদূত আসুদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আমানত হিসেবে এই অর্থ বাংলাদেশ ব্যাংকে রাখতে যাচ্ছে কাতার। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আবদুর রহমান বিন জসিম আল-থানির আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তিনদিনের সফরে ৬ মে কাতারে যান। দীর্ঘ পাঁচ বছর ধরে বাংলাদেশ ও কাতার ১৮০ কোটি ডলার তহবিলের বিষয়ে আলোচনা করছে। বাংলাদেশেই এই প্রস্তাব দিয়েছিল। খাদ্য প্রক্রিয়াজাতকরণ কার্যক্রমে এগিয়ে এসেছে ‘সামর্থ্য’ নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াজাতকরণ কার্যক্রমে সহায়তা দিতে বিশেষ করে ওই কার্যক্রমে জড়িত কারিগর-শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করে তোলার মধ্য দিয়ে জীবনমানের উন্নয়ন ঘটাতে এগিয়ে এসেছে সামর্থ্য। সোমবার সকালে জেলা কালেক্টরেট ভবনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এক অবহিতকরণ সভার মাধ্যমে ওই তথ্য জানানো হয়। সভায় সামর্থ্যরে প্রকল্প পরিচালক মাধব চন্দ্র দাস তার মূল বক্তব্যে বলেন, হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশন বাংলাদেশ, ঢাকা আহছানিয়া মিশন, বাংলাদেশ এগ্রো প্রসেসরস এ্যাসোসিয়েশন (বাপা), ট্রেডক্র্যাফট এক্সচেইঞ্জ ও জামালপুর চেম্বার- এ ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত হয়েছে সামর্থ্য প্রজেক্ট।
×