ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুনাফায় থাকলেও মাইডাসের নো ডিভিডেন্ড ঘোষণা

প্রকাশিত: ০৫:০১, ৯ মে ২০১৭

মুনাফায় থাকলেও মাইডাসের নো ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্সিংয়ের পরিচালনা পর্ষদ সর্বশেষ ১৮ মাসের (জুলাই ১৫-ডিসেম্বর ১৬) ব্যবসায়ও শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে সর্বশেষ ২০১১ সালে শেয়ারহোল্ডাররা কোম্পানিটি থেকে লভ্যাংশ পেয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। এই ১৮ মাসে মাইডাস ফাইন্যান্সিংয়ের সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.২২ টাকা। যা এর আগের ১৮ মাসের (জানুয়ারি ১৪-জুন ১৫) ব্যবসায় হয়েছিল ঋণাত্মক ১.২৪ টাকা। এ হিসাবে প্রতিষ্ঠানটির ইপিএস বেড়েছে ৩.৪৬ টাকা। কোম্পানির পরিচালনা পর্ষদ ২.২২ টাকার ইপিএসের বিপরীতে ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ হিসাবে প্রতিটি শেয়ারে ২.২২ টাকা করে মোট ২৬ কোটি ৭০ লাখ টাকা রিজার্ভে যোগ হবে। তারপরও কোম্পানির রিজার্ভ ঋণাত্মক থাকবে ৪ কোটি ৮৯ লাখ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার ফাস ফাইন্যান্সের এজিএম ১৫ জুন পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ফাস ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগামী ১৫ জুন সকাল সাড়ে ১০টায় রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হলে কোম্পানির ২০তম বার্ষিক সাধারণ সভা করবে ফাস ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ মে। উল্লেখ্য, গত ২২ এপ্রিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে দশমিক ৭৫ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ১২ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×