ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাস্টিন বিবারের কনসার্ট নিয়ে যা বললেন এ আর রাহমান

প্রকাশিত: ০৩:৫৪, ৯ মে ২০১৭

জাস্টিন বিবারের কনসার্ট নিয়ে যা বললেন এ আর রাহমান

সংস্কৃতি ডেস্ক ॥ মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে গাইবেন পপতারকা জাস্টিন বিবার। আগামীকাল ১০ মে সন্ধ্যা ৭টায় এই আয়োজন শুরু হবে। ইতোমধ্যে ভারতে পৌঁছে গেছে জাস্টিন বিবারের ব্যান্ড দল। তবে এরইমধ্যে এই আয়োজন নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। কারণ কনসার্টের প্রথম দিকের পরিবেশনায় অভিনেত্রী সোনাক্ষী সিনহা গান গাইবেন-বিষয়টি মেনে নিতে পারেননি অনেক সঙ্গীতশিল্পীই। কৈলাশ খের, আরমান মালিক, সোনা মহাপাত্রদের মতো তারকারা আছেন এই দলে। অন্যরা যথেষ্ট সমালোচনা করলেও অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রাহমান বিষয়টি ইতিবাচকই দেখছেন। কারণ অভিনয়শিল্পীদের গান গাওয়াটাকে দোষের কিছু মনে করেন না তিনি। বরং তিনি মনে করেন, যে কেউ কোন কিছুই হতে পারে। কোনকিছুই আসলে কারও নিজের নয়। পরিচালকেরা সুরকার যেমন হতে পারেন, সুরকারেরা পরিচালক হতে পারেন। গায়কেরা অভিনেতা হয়ে যেতে পারেন, আবার উল্টোটা হতেও সমস্যা নেই। এমন তো নয়, গান কেবল গায়কের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আসল বিষয়টি হলো কাজে আমার নিবেদন কতটুকু সেটা। কাজের বিষয়ে কাউকে ঠকানো উচিত নয়। সৎভাবে কাজ করা উচিত। কঠিন পরিশ্রম করে কাজে সফল হওয়া যায়। কে কাজটি করছে সেটা বড় বিষয় নয়, কাজটি সে কতটা নিবেদন নিয়ে করছে, সেটাই আসল। সাম্প্রতিক সময়ে ফারহান আখতার, শ্রদ্ধা কাপুর, পরিণীতি চোপড়া, সালমান খানদের মতো তারকারা চলচ্চিত্রে গান গাইতে শুরু করেছেন। অন্যদিকে এ আর রাহমান তার প্রথম চলচ্চিত্রা ‘লে মাস্ক’-এর কাজ শুরু করেছেন।
×