ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সামাজিক কর্মকাণ্ডে রোকেয়া প্রাচী

প্রকাশিত: ০৩:৫৪, ৯ মে ২০১৭

সামাজিক কর্মকাণ্ডে রোকেয়া প্রাচী

স্টাফ রিপোর্টার ॥ দেশের জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচী। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক বিভিন্ন কর্মকা-ে অংশ নেয়ার পাশাপাশি তার পরিচালনায় নির্মিত হচ্ছে ধারাবাহিক ‘আপন খবর’। নাটকটি রচনা করেছেন মাতিয়া বানু শুকু। নাটকটির শূটিং শেষ পর্যায়ে। নাটক প্রসঙ্গে রোকেয়া প্রাচী বলেন, পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক বন্ধন দৃঢ় হলে এবং একে অপরকে ভালভাবে জানলে সব ধরনের বিপদ মোকাবেলা করা সম্ভব। তাই পরিবারের সদস্যদের পরস্পর পরস্পরকে জানা খুব জরুরী। এমন গল্প নিয়েই আমার নতুন ধারাবাহিকের গল্প এগিয়েছে। টিভি ও চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘ অভিজ্ঞতা রোকেয়া প্রাচীর। সে আলোকে মিডিয়ার এখনকার অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, টিভি মিডিয়ার বর্তমান অবস্থা কেমন সেটা সবারই জানা। একটা অপরিকল্পিত ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে উঠলেও এখন সেটাকে টেনে তোলার চেষ্টা চলছে। যে জন্য টিভি নাটক সংশ্লিষ্ট অনেক সংগঠন এগিয়ে আসছে। তারা নিরন্তর কাজ করছে। সংগঠনগুলো এভাবে নিয়মিত কাজ করে গেলে আমরা অচিরেই ভাল অবস্থায় চলে যাব। এ নিয়ে হতাশ হলে চলবে না। ব্যাপারটাকে ইতিবাচকই দেখছি আমি। বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন অনেক তরুণ কাজ করছেন। এই মাধ্যমে সঙ্কট যেমন আছে তেমনি সম্ভাবনাও আছে। আর সেই সম্ভাবনাটা তৈরি করছে তরুণরা। তরুণরাই দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি। এদিকে অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচীর সমাজকর্মী হিসেবেও পরিচিত বাড়ছে। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের যুগ্ম সচিব তিনি। তার উদ্দেশ্য এ দেশের মানুষের কল্যাণে কাজ করা। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও তার আদর্শে মানুষকে গড়ে তোলায় সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি। সামাজিক কর্মকা-ের ধারাবাহিকতায় সম্প্রতি ফেনীর সোনাগাজী এলাকার মে দিবস উপলক্ষে শ্রমিকদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। একই দিন তিনি সোনাগাজীর জাতীয় শ্রমিক লীগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভায় যোগ দেন। এ প্রসঙ্গে রোকেয়া প্রাচী বলেন, শ্রমিক দিবস আমরা মুখেই বলি। কিন্তু কার্যত দেখা যায় নিত্য খেটে খাওয়া মানুষ এ দিনটি সম্পর্কে জানেন না। বিশেষ করে যারা এ দিনটিতেও নিজের জীবিকার তাগিদে ক্ষেত-খামারে কাজ করে যান। আমার মনে হয়েছে এই একটি দিন যদি সে মানুষগুলোর সঙ্গে সময় কাটানো, তাদের কাছাকাছি যাওয়া যায় কিংবা মানুষগুলোর কষ্ট ভাগ করে নেয়া যায় তাহলে হয়ত কিছুটা হলেও ভাল লাগবে। আর জাতীয় শ্রমিক লীগের র‌্যালি ও আলোচনা সভায় থেকেও ভাল লেগেছে। তারা আমাকে সম্মান করে তাদের মধ্যমণি হিসেবে রেখেছেন এটা সত্যিই আমার জন্য অনেক বড় অর্জন। এদিকে মে দিবসের ওই আয়োজনের পর আরও দুটি অনুষ্ঠানে যোগ দিতে গত সপ্তাহেই ফেনী ছুটে যান রোকেয়া প্রাচী । বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফেনীর ইয়ুথ জার্নালিস্ট ফোরামের আয়োজনে দুটি র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেন তিনি। এ ছাড়াও রোকেয়া প্রাচী একই দিন বিকেলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ফেনীর আরেকটি র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেন।
×