ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২০ মিনিটেই!

প্রকাশিত: ০৩:৫৩, ৯ মে ২০১৭

২০ মিনিটেই!

আগামী প্রজন্মের বিমান এন্টিপড এতই দ্রুতগামী হবে যে, মাত্র ২০ মিনিটে লন্ডন থেকে নিউইয়র্ক পাড়ি দেয়া যাবে। কানাডার ডিজাইনার চার্লস বোমবারডিয়ার এমনই এক বিমানের কথা জানিয়েছেন। বিমানটি ৪০ হাজার ফিট উঁচুতে উড়তে পারবে। বিমানটি ঘণ্টায় ১৮ হাজার ২৬৪ মাইল বেগে চলবে। মাত্র দশজন যাত্রী বহন করতে সক্ষম। -ইন্ডিপেনডেন্ট মানসিক স্বাস্থ্য আইন বাতিল... ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে মানসিক স্বাস্থ্য আইন বাতিল করবেন বলে জানিয়েছেন। যা গত ৩০ বছরের মধ্যে প্রথম সবচেয়ে বড় পরিবর্তন। কর্মক্ষেত্রে আচরণগত বৈষম্য দূর করার জন্য স্কুলে সহায়তা নিশ্চিত ও অতিরিক্ত দশ হাজার জাতীয় স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগ দেয়া হবে। ১৯৮৩ সালের আইনটির অধীনে পুলিশ দুর্বল জনগোষ্ঠীকে কোন কারণ ছাড়াই আটকে রাখতে পারে। মানসিক স্বাস্থ্যসেবার ত্রুটিপূর্ণ দুর্বলতার কথা চিন্তা করে তিনি এ ঘোষণা দেন। -মিরর
×