ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় ঐক্যের ডাক দিলেন ম্যাক্রোঁ

প্রকাশিত: ০৩:৫২, ৯ মে ২০১৭

জাতীয় ঐক্যের ডাক দিলেন ম্যাক্রোঁ

জাতীয় এবং ইউরোপীয় ঐক্যের ডাক দিয়েছেন নবনির্বাচিত ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠতে চান নেপোলিয়ন-পরবর্তী যুগের কনিষ্ঠতম এই রাষ্ট্রপ্রধান। প্রাথমিক ফলাফলে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্যারিসের লুভ মিউজিয়ামের সামনের সমাবেশে বিভক্তির রাজনীতির বিপরীতে অবস্থান নেন ম্যাক্রোঁ। খবর ইয়াহু নিউজের। রবিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে ম্যাক্রোঁ পেয়েছেন ৬৬ দশমিক ৬ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেরিন লি পেন পেয়েছেন ৩৩ দশমিক ৯৪ শতাংশ ভোট। নির্বাচনে জয়ী হওয়ার পর ফ্রান্সের ইতিহাসে নতুন অধ্যায় রচনার আশ্বাস দিয়ে ম্যাক্রোঁ বলেন, ‘আমি জনগণের আকাঙ্খা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠতে চাই।’ দেশে বাম-ডান ধারার মধ্যে সম্পর্কের সেতু প্রতিষ্ঠা করতে চান ম্যাক্রোঁ। থামাতে চান দেশজুড়ে গড়ে ওঠা রক্ষণশীল-জাতীয়তাবাদের হুজুগ। অন্য অনেকের মতো তিনিও মনে করেন, ওই হুজুগের কারণেই মার্কিনীরা ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছে। ব্রিটিশরা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের পক্ষে গেছে। বিভক্তির বিপরীতে ঐক্যের প্রশ্নে ম্যাক্রোঁ বলেন, ‘আমি আপনাদের ক্ষোভ, উৎকণ্ঠা, শঙ্কার কথা শুনেছি। দিল্লীতে তাপমাত্রা দাঁড়িয়েছে ৪৪ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস ভারতের রাজধানী দিল্লীতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রী বেশি হয়ে ৪৪ দশমিক এক সেলসিয়াসে দাঁড়িয়েছে। সোমবার এ তাপমাত্রা রেকর্ড করা হয় এবং এ দিনটিই চলতি বছরে এ পর্যন্ত দিল্লীর সবচেয়ে উষ্ণ দিন বলে জানানো হয়। ভারতীয় আবহাওয়া বিভাগের বরাতে তারা জানিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রাও (২৫ দশমিক তিন) স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রী ওপরে ছিল। এক আবহওয়া কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত এ ঋতুতে এটিই সবচেয়ে উষ্ণ দিন।’ মঙ্গলবার শহরটির সর্বোচ্চ তামপাত্রা ৪৪ ডিগ্রী এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রীতে দাঁড়াবে বলে ধারণা করছেন আবহাওয়া কর্মকর্তারা। রোববার শহরটির সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ছয় এবং সর্বনিম্ন ২৩ দশমিক পাঁচ ডিগ্রী রেকর্ড করা হয়েছিল। -এনডিটিভি
×