ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জীবনটাই পাঠশালা- শিক্ষা নিন ॥ ছাত্রলীগ নেতাদের প্রতি কাদের

প্রকাশিত: ০৮:২৩, ৮ মে ২০১৭

বঙ্গবন্ধুর জীবনটাই পাঠশালা- শিক্ষা নিন ॥ ছাত্রলীগ নেতাদের প্রতি কাদের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বিএনপির সভা-সমাবেশে সরকার নয়, অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ে তারা নিজেরাই নিজেদের বাধা দিচ্ছে। আর এজন্যই দলটি বেশিরভাগ সাংগঠনিক জেলাতেই প্রতিনিধি সভা করতে পারেনি। দল শক্তিশালী করতে গিয়ে বিএনপির ভেতরের বিশৃঙ্খলা আরও প্রকট হয়ে উঠেছে। রবিবার ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘কারাগারের রোজনামচা’ বই বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি একদিকে বলছে তারা নির্বাচন করবে না কারণ তারা নির্বাচনে নিরপেক্ষ, সহায়ক সরকার চায়। আবার অন্যদিকে মির্জা ফখরুল ঘোষণা দিলেন, ৩০০ সিটের জন্য প্রার্থী সংখ্যা ৯০০। যার ফলে নমিনেশন নিয়ে এই মারামারি চলছে। কে নমিনেশন পাবে এই নিয়ে চলছে প্রতিদিন দলের মধ্যে মারামারি। ছাত্রলীগ নেতাদের ভাল পথ অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন কিছু করে যাও যা তোমাদের সারাজীবন মানুষের কাছে অনুকরণীয় ও অনুসরণীয় করে রাখবে। বঙ্গবন্ধুর আত্মজীবনীর বই বিতরণ অনুষ্ঠান আয়োজনের জন্য ছাত্রলীগের প্রশংসাও করেন ওবায়দুল কাদের। তিনি আশা করেন, এই বইটি পড়ার মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ নিজের বুকে ধারণ করে ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী সৎ, নিষ্ঠাবান, আদর্শবান ও পরিশ্রমী হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনটাই একটি পাঠশালা। বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিলেই যে কারও জন্য সৎ, সাহসী ও ত্যাগী নেতা হওয়া সম্ভব। এ সময় তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা বই দুটি বুক শেলফে বা টেবিলে না রেখে মনোযোগ সহকারে পড়া এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ অনুষ্ঠানের আয়োজন করে। ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান ও দক্ষিণ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জান আসাদ। সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে ‘কারাগারের রোজনামচা’ বইটি তুলে দেন সেতুমন্ত্রী।
×