ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অতীতের মতো আগামী নির্বাচনেও মাঠ ছেড়ে যাবেন না- বিএনপিকে নাসিম

প্রকাশিত: ০৮:০৮, ৮ মে ২০১৭

অতীতের মতো আগামী নির্বাচনেও মাঠ ছেড়ে যাবেন না- বিএনপিকে নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আগামী নির্বাচনেও মাঠ ছেড়ে না দিয়ে ভোটযুদ্ধে থাকার জন্য পুনরায় বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। রবিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ নাসিম এ আহ্বান জানিয়ে বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি ভুল করেছে। জ্বালাও-পোড়াও রাজনীতি ও পুড়িয়ে মানুষ হত্যা করে দলটি এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি উপস্থিত ছিলেন। সুন্দরবন রক্ষা কমিটি জাতীয় ভয় দেখানো কমিটি- ড. হাছান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সুন্দরবন রক্ষা কমিটি বর্তমানে জাতীয় ভয় দেখানো কমিটিতে পরিণত হয়েছে। রবিবার বিকেলে ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, ‘সুন্দরবন রক্ষা কমিটির নেতারা দেশের মানুষকে ভয়ার্ত করার জন্য যে বক্তব্য দিয়েছে তা কোন গবেষণার ভিত্তিতে দেয়া হয়নি। আর পরিবেশবাদী সংগঠন গ্রিনপিচের মিয়ানমারের কর্মকর্তার কাছে যে তথ্য দেয়া হয়েছে তা যারা এ বিদ্যুত প্রকল্প চায় না তারাই পাঠিয়েছে। তাদের পাঠানো তথ্য কোন গবেষণার ফল নয়। কারণ গবেষণা করতে হলে মাঠে সরেজমিন পরিদর্শন করতে হয়। গ্রিনপিচের মিয়ানমারের ওই কর্মকর্তা এ দেশে আসেননি। গত শুক্রবার সুন্দরবন রক্ষা কমিটির রামপাল বিদ্যুত প্রকল্প নিয়ে দেয়া বক্তব্যের জবাবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য গোলাম রব্বানী চিনু প্রমুখ উপস্থিত ছিলেন। হার্টের রিংয়ের নির্ধারিত মূল্য কার্যকর করুন হার্টের রিংয়ের নির্ধারিত মূল্য কার্যকর করে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির পথ সুগম করতে চিকিৎসক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, পর্যায়ক্রমে চোখের লেন্সসহ বিভিন্ন মেডিক্যাল ডিভাইস সংযোজনের ক্ষেত্রেও সরকার মূল্য নির্ধারণ করবে। দেশের সিংহভাগ মানুষ দরিদ্র ও মধ্যবিত্ত। জনগণের সরকার হিসেবে এই বিশাল জনগোষ্ঠীর সাধ্যের মধ্যে আধুনিক চিকিৎসাসেবা নিয়ে আসার লক্ষ্যে সরকার এই পদক্ষেপ নিচ্ছে। জনগণের স্বার্থেই সবাইকে এই উদ্যোগে সহায়তার হাত বাড়াতে হবে। রবিবার ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের মিলন হলে অঙ্গ প্রতিস্থাপনবিষয়ক জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশনের উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। সোসাইটি অব অরগান ট্রান্সপ্ল্যানটেশন বাংলাদেশ এই সম্মেলনের আয়োজন করে। সোসাইটির সভাপতি অধ্যাপক হারুন উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যেÑ বিএমএ সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডাঃ ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ, ভারতের বিখ্যাত অঙ্গ সংযোজন বিশেষজ্ঞ ডাঃ সুনীল শ্রফ প্রমুখ বক্তব্য রাখেন। দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজগুলোকে বিভাগ অনুযায়ী মেডিক্যাল বিশ^বিদ্যালয়য়ের অধীনে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা বিভাগের মেডিক্যাল কলেজগুলোকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের অধীনে নিয়ে আসা হবে। চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলের কলেজগুলো যথাক্রমে চট্টগ্রাম মেডিক্যাল বিশ^বিদ্যালয় ও রাজশাহী মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের আওতায় চলে আসবে। ফলে কলেজ পরিচালনার কাজ আরও স্বচ্ছ ও সহজতর হবে।
×