ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুসা বিন শমসেরের বক্তব্যে সন্তুষ্ট নয় শুল্ক গোয়েন্দা ॥ ৩ মামলা হবে

প্রকাশিত: ০৮:০৭, ৮ মে ২০১৭

মুসা বিন শমসেরের বক্তব্যে সন্তুষ্ট নয় শুল্ক গোয়েন্দা ॥ ৩ মামলা হবে

আজাদ সুলায়মান ॥ জালিয়াতির মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ল্যান্ড রোভার গাড়ি ব্যবহারের অভিযোগ সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারেননি বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের। বরং চতুরতার সঙ্গে গাড়ি জব্দের ঘটনা আড়াল করে সুইস ব্যাংকে রাখা ৯৬ হাজার কোটি টাকা কিভাবে উপার্জন করেছেÑ সে কাহিনী শুনিয়েছেন। তিনি দাবি করেন, অস্ত্র ব্যবসার মাধ্যমে তিনি এ টাকা আয় করেছেন। কিন্তু নিজের নির্বুদ্ধিতা ও পাকিস্তানের আসিফ আলী জোয়ারদারের সঙ্গে ঘনিষ্টতা থাকার কারণে সুইস ব্যাংক তা বাজেয়াফত করে। তিনি এটাও স্বীকার করেছেন, বাংলাদেশের কোন ব্যাংকে তার তেমন টাকা পয়সা নেই। মুুসার এমন বক্তব্যে শুল্ক গোয়েন্দার তদন্ত কমিটি সন্তুষ্ট না হওয়ায় এখন তার বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ হিসেবে ৩টি মামলা দায়ের করার কথা জানিয়েছেন মহাপরিচালক ড. মইনুল খান। বলেছেন, মুসার বিরুদ্ধে শুল্ক গোয়েন্দাদের করা শুল্ক ফাঁকি, মানি লন্ডারিং ও দুর্নীতির তিন অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। শুল্ক ফাঁকির ঘটনায় সরাসরি মুসাকে প্রধান আসামি এবং মানি লন্ডারিংয়ে সহযোগী আসামি করে মোট ৩টি মামলা করবে শুল্ক গোয়েন্দা। আর দুর্নীতির অভিযোগ বিষয়ে দুদককে (দুর্নীতি দমন কমিশন) জানানো হবে। তাদের আইনানুযায়ী তারা ব্যবস্থা নেবে। রবিবার মুসা বিন শমসেরের জবানবন্দী শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শুল্ক গোয়েন্দা মহাপরিচালক ড. মইনুল খান। জানা যায়, মুসা বিন শমসেরকে রবিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মোট দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে দুই সদস্যের তদন্ত টিম। জিজ্ঞাসাবাদে তিনি বিস্তারিত তথ্য দিয়েছেন। তিনি আত্মপক্ষ সমর্থন করে নানা তথ্য-উপাত্ত উপস্থাপন করেছেন। তিনটি অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে প্রমাণ মিলেছে বলে নিশ্চিত করেছে তদন্ত টিম। তা হলো- শুল্ক ফাঁকি, মানি লন্ডারিং ও দুর্নীতি।
×