ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৮ শতকের তলোয়ার

প্রকাশিত: ০৫:৫৭, ৮ মে ২০১৭

১৮ শতকের তলোয়ার

মালয়েশিয়ার ওয়ালেশ নদীর তীরে পাওয়া গেল আঠারো শতকের একটি পুরনো তলোয়ার। রাতের অন্ধকারে মাছ ধরার সময় সেটি উদ্ধার করেন এ্যান্ডু ডেভিস নামের এক ব্যক্তি। তলোয়ারটি হাতে নিয়ে তিনি অবাক। এ্যান্ডু জানিয়েছেন, এতদিনের মাছ ধরার অভিজ্ঞতায় এমন জিনিস জীবনেও দেখেননি তিনি। এটি পাওয়ার সঙ্গে সঙ্গে সেটিকে কাছের মিউজিয়ামে নিয়ে যান এ্যান্ডু। মিউজিয়াম কর্তৃপক্ষ তাকে জানিয়েছেন, এটি একটি ঐতিহাসিক নিদর্শন। তবে তালোয়ারটি কিভাবে নদীর তীরে আসল তা রহস্য। ওয়েবসাইট অবলম্বনে।
×