ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইনস্টাইন ও স্টিফেন হকিংকে ছাড়িয়ে

প্রকাশিত: ০৫:৫৭, ৮ মে ২০১৭

আইনস্টাইন ও স্টিফেন  হকিংকে ছাড়িয়ে

মেধায় আলবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিংকে ছাড়িয়ে গেল এক ভারতীয় কিশোরী। ১২ বছর বয়সী রাজগৌরি পাওয়ার সম্প্রতি আইকিউ টেস্টে ১৬২ স্কোর গড়েছে। যেখানে আইনস্টাইনের সম্ভাব্য স্কোর আর স্টিফেন হকিংয়ের ১৬০ স্কোরের চেয়ে ২ পয়েন্ট বেশি। ব্রিটিশ মেনসা আইকিউ টেস্টে এই স্কোর গড়েছে রাজগৌরি। গণমাধ্যমের সামনে এক প্রতিক্রিয়ায় মেয়েটি বলেছে, ‘এ অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারব না। বিদেশের মাটিতে ভারতের প্রতিনিধিত্ব করা আমার কাছে খুবই সম্মানের। রাজগৌরি পাওয়ারের বাবা ড. সূরজ কুমার পাওয়ার ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের গবেষক। ভারতের পুনের বারামতী এলাকার বাসিন্দা তিনি। ড. সূরজ কুমার পাওয়ার বলেছেন, বর্তমানে গোটা বিশ্বে এমন মেধাবী মানুষের সংখ্যা হাতেগোনা। রাজগৌরি কনিষ্ঠতম হিসেবে এই স্বীকৃতি পেয়েছে। ভবিষ্যতে মেডিসিন নিয়ে পড়াশোনা করতে চায় এই ভারতীয় বংশোদ্ভূত কিশোরী। এছাড়া পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা ও পরিবেশ নিয়েও তার আগ্রহ রয়েছে। পড়াশোনার পাশাপাশি, সাঁতার, নেটবল এসব খেলে এই কিশোরী।Ñইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে।
×