ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিচারপতি নিজামুল হককে প্রধান করে কমিটি গঠন

প্রকাশিত: ০৫:৫৬, ৮ মে ২০১৭

বিচারপতি নিজামুল হককে প্রধান করে কমিটি গঠন

সংসদ রিপোর্টার ॥ বিচারপতি নিজামুল হককে প্রধান করে সংবাদপত্রের ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সাংবাদিক ও কর্মচারীদের পক্ষ থেকে প্রতিনিধিদের নাম দেয়া হলেও মালিকপক্ষ থেকে এখনও কোন প্রতিনিধি দেয়া হয়নি। প্রতিনিধির নাম পাঠাতে সংবাদপত্রের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রতিনিধির নাম পেলেই ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়নের কাজ শুরু হবে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার জাতীয় সংসদ অধিবেশনে হুইপ মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন। তিনি বলেন, বাজারের মূল্য এবং বাস্তবায়নের নিরিখে সাংবাদিক নেতৃবৃন্দের অনুরোধে সরকার সংবাদপত্রের জন্য ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। তথ্যমন্ত্রী বলেন, ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়নের ক্ষেত্রে সরকার শুধু মধ্যস্থতাকারী মাত্র। সংবাদপত্রের মালিক, সাংবাদিক ও শ্রমিকপক্ষ নিজেরা বসে সমন্বয়ের মাধ্যমে ৯ম ওয়েজবোর্ড গঠনের ক্ষেত্রে যে সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার ওইসব সিদ্ধান্ত প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করবে। এছাড়া সরকারের আর বেশি কিছু করার নেই। বেগম নাসরিন জাহান রতনার প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, সরকারী বিজ্ঞাপন প্রকাশ ও বিতরণের জন্য ‘বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা-২০০৮’ রয়েছে। এই নীতিমালা এবং অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের বিষয়টি বিকেন্দ্রীকরণ করা হয়েছে। সরকার কর্তৃক বিজ্ঞাপন বিতরণ বিকেন্দ্রীকরণের ফলে বর্তমানে শুধু তথ্য মন্ত্রণালয়ের আদেশে জাতীয় ও বিশেষ দিবসসমূহে বিভিন্ন পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশিত হচ্ছে। তিনি জানান, নীতিমালা মনিটরিং করার জন্য মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরকে সভাপতি করে ৯ সদস্যবিশিষ্ট মনিটরিং টিম গঠন করা হয়েছে। এই মনিটরিং কমিটি অষ্টম ওয়েজবোর্ড যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, শর্তানুযায়ী পর্যাপ্ত জনবল, অফিস স্থাপনা ইত্যাদি সঠিক আছে কিনা, সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদের সর্বশেষ সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ অনুযায়ী সঠিকভাবে বেতনভাতা পরিশোধ করা হচ্ছে কিনা, ইত্যাদি তদারকি করে। স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল মতিনের প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু জানান, পৃথিবীর বিভিন্ন দেশে কেবল টিভি নেটওয়ার্কের মাধ্যমে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বেসরকারী টেলিভিশন চ্যানেলসমূহের অনুষ্ঠান সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশের টিভি চ্যানেলের বিষয়ে ভারতীয় দর্শকদের যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে ডাউন লিংক বেশি হওয়ায় ভারতীয় ক্যাবল অপারেটররা এই বিষয়ে আগ্রহী হচ্ছে না। বিষয়টি ভারতীয় সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হয়েছে। এছাড়া বাংলাদেশসহ সার্কভুক্ত দেশসমূহের টিভি চ্যানেলসমূহ যাতে সহজে ভারতে সম্প্রচার করা যায় সেই লক্ষ্যে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্ব ফোরামে উত্থাপনের উদ্যোগ অব্যাহত রয়েছে।
×