ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয়রথ ছুটছে বেয়ার্নের

প্রকাশিত: ০৪:২০, ৮ মে ২০১৭

জয়রথ ছুটছে বেয়ার্নের

স্পোর্টস রিপোর্টার ॥ গত সপ্তাহে ওল্ফসবার্গকে হারিয়েই জার্মান বুন্দেসলিগার শিরোপা নিজেদের করে নেয় বেয়ার্ন মিউনিখ। তিন ম্যাচ আগেই ২৭তম লীগ শিরোপা জয়ের স্বাদ পায় কার্লো আনচেলত্তির দল। তারপরও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে জার্মান জায়ান্টরা। শনিবার নিজেদের মাঠ এ্যালিয়েঞ্জ এ্যারেনায় বেয়ার্ন মিউনিখ ১-০ গোলে পরাজিত করে ডার্মস্ট্যাটকে। গত কয়েক বছর ধরেই জার্মান ফুটবলে রাজত্ব করছে বেয়ার্ন মিউনিখ। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার তারা নতুন ইতিহাস গড়ে। জার্মানির ইতিহাসে প্রথম দল হিসেবে টানা পাঁচবার বুন্দেসলিগার শিরোপা জয়ের স্বাদ পায়। কার্লো আনচেলত্তির দল বেয়ার্নের সামনে আরও দুই ম্যাচ বাকি। আগামী ১৩ মে চলতি মৌসুমের দুর্দান্ত খেলা লিপজিগের মাঠে খেলতে যাবে বেয়ার্ন মিউনিখ। আর নিজেদের শেষ ম্যাচে ২০ মে কার্লো আনচেলত্তির দল আতিথ্য দিবে এফসি ফ্রেইবার্গকে। শনিবার বেয়ার্ন মিউনিখ ছাড়াও লীগে জয়ের দেখা পেয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ড, ওল্ফসবার্গ এবং লিপজিগও। চলতি মৌসুমে ৩২ ম্যাচ থেকে ৭৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে অবস্থান করছে বেয়ার্ন মিউনিখ। আর সমানসংখ্যক ম্যাচ খেলে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিপজিগ। ৬০ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার তৃতীয় স্থানে অবস্থান বরুশিয়া ডর্টমুন্ডের।
×