ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাম্ভীরের ফেরার আশা, তবে...

প্রকাশিত: ০৪:১৯, ৮ মে ২০১৭

গাম্ভীরের ফেরার আশা, তবে...

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দারুণ ব্যাটিং করছেন গৌতম গাম্ভীর। চার হাফ সেঞ্চুরিতে ৫১.৩৭ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪১১ রান তার (রবিবারের ম্যাচের আগ পর্যন্ত)। দু’দিন আগে সৌরভ গাঙ্গুলী বলেছেন, এমন ফর্মের পর গাম্ভীরের আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়া উচিত। ফেরার স্বপ্ন দেখলেও গাম্ভীরের কণ্ঠে কিছুটা যেন ক্ষোভ, ‘এ ব্যাপারে আমি পুরোপুরি একমত (টি২০ দিয়ে ওয়ানডতে সুযোগ পাওয়া উচিত নয়)। টি২০’র মানদ সবসময় টি২০ দিয়েই মাপা উচিত। টি-২০’র পারফর্মেন্স দিয়ে ওয়ানডে দল বাছাই, এরপর আবার ঘরোয়া ৫০ ওভারের প্রতিযোগিতা, এটি কখনই প্রাসঙ্গিকতা পায় না।’ নানান নাটকীয়তার পর ভারতের আজই ওয়ানডে ফরমেটের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করার কথা। এক সময় জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ক্ল্যাসিক্যাল ওপেনার আরও যোগ করেন, ‘ফের জাতীয় দলে সুযোগ পাওয়ার ব্যাপারে আশাবাদী। তবে সত্যি বলতে আমি এমনই একজন যে বর্তমানে বিশ্বাসী। কেবল সুযোগ পাওয়ার জন্যেই খেলি না, ম্যাচ জয়ের জন্য ক্রিকেট খেলি। সেটা যে পর্যায়েই হোক।’ চার বছরের বেশি সময় ধরে ওয়ানডে দলের বাইরে গাম্ভীর। কিন্তু দেশের ঘরোয়া লীগগুলোতে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন। চলতি আইপিএলে তার স্ট্রাইক রেট ১৩৪.৭৫। ২০১২ সালের পর এটিই সেরা। গাম্ভীর সেবার তার ১৪৩.৫৫ স্ট্রাইক রেটের দুর্দান্ত ব্যাটিংয়ে কলকাতা নাইটরাইডার্সকে প্রথম শিরোপা উপহার দিয়েছিলেন।
×