ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বার্সিলোনার সঙ্গে চুক্তি করতে রাজি নন মেসি!

প্রকাশিত: ০৪:১৯, ৮ মে ২০১৭

বার্সিলোনার সঙ্গে চুক্তি করতে  রাজি নন মেসি!

স্পোর্টস রিপোর্টার ॥ বোমা ফাটানো খবরই বলতে হবে। লিওনেল মেসি নাকি বার্সিলোনার সঙ্গে চুক্তি নবায়ন করতে ইচ্ছুক নন। এমন খবরে সয়লাব এখন স্প্যানিশ মিডিয়া। তোলপাড় করা খবরের পর কাতালান ক্লাবটি অবশ্য জানিয়েছে, চিন্তার কিছু নেই, দ্রুতই আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে চুক্তি নবায়ন সম্পন্ন হবে। বার্সার সহ-সভাপতি জর্ডি মেস্ত্রে এমনই জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, নেইমার-সুয়ারেজদের নতুন কোচও প্রায় চূড়ান্ত। আসলে যত তাড়াতাড়ি সম্ভব মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় বার্সাও। কিন্তু সময় খুব দ্রুত চলে যাচ্ছে। তবু চুক্তির বিষয়ে কোন অগ্রগতি নেই। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। নতুন মৌসুমের শুরুতে বার্সা থেকে জানানো হয়েছিল, মে মাসের প্রথমদিকে মেসির সঙ্গে চুক্তি সেরে ফেলা হবে। মে’র প্রথম সপ্তাহও পার হয়ে গেছে। অথচ বার্সার মুখে কুলুপ। এপ্রিলের মাঝামাঝি মেসির বাবা জর্জ মেসি বার্সিলোনায় এসেছিলেন। ইতিমধ্যে তিনি ক্লাবের সভাপতি জোসেফ মারিয়া বার্টোমেউর সঙ্গে দেখাও করেছেন। কিন্তু কিছু ঠিক করে উঠতে পারেননি। জর্জ আর্জেন্টিনায় ফিরে যাবেন সামনের সপ্তাহ নাগাদ। কিন্তু চুক্তির বিষয়টি সেই আগের মতোই ঝুলে আছে। মেসির বাবা স্পেন ছাড়ার আগে চুক্তি সারতে হলে বার্সা সভাপতিকে দ্রুত কাজ সারতে হবে। কেননা চুক্তির বেশ কিছু বিষয় এখনও অমীমাংসিত। এদিকে মেসির বাবা জানিয়েছেন, তিনি বেশিদিন স্পেনে থাকতে চান না। মেসি কিংবা তার বাবার পক্ষ থেকেও চুক্তির বিষয়ে কোন কথা বলা হচ্ছে না। দুইপক্ষের এমন নীরবতায় প্রশ্ন উঠছে, তাহলে কি সোনার ডিমপাড়া হাঁসকে নিয়ে দর-কষাকষি করছে বার্সা? আর কিছু কিছু স্প্যানিশ পত্রিকা দাবি করেছে, স্বয়ং মেসি নাকি চুক্তি নবায়ন করতে ইচ্ছুক নন। চলতি মৌসুম শেষেই প্রাণের ক্লাব ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাবেন পাঁচবারের ফিফা সেরা ফুটবলার! এদিকে নিষেধাজ্ঞা থেকে আর্জেন্টাইন অধিনায়ক মেসির মুক্তি পাওয়ায় হতাশ হয়েছেন চিলির তারকা আর্টুরো ভিদাল। চিলির এই মিডফিল্ডার মনে করেন, আর্জেন্টিনার তারকা এই ফরোয়ার্ডের নিষেধাজ্ঞা উঠে যাওয়া প্রমাণ করে, ফিফায় সবার জন্য আইন সমান নয়। ভিদালের মতে, মেসির কারণেই আইনটি শিথিল করা হয়েছে। অন্য কারও ক্ষেত্রে হলে এমন হত না। বুয়েন্স আইরেসে চিলির বিরুদ্ধে আর্জেন্টিনার ১-০ গোলের জয়ের ম্যাচে সহকারী রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের দায়ে মেসিকে চারটি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ করেছিল ফিফা। পরে বলিভিয়ার কাছে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে তিনি খেলতে পারেননি। আর্জেন্টিনার আপীলের পর শুনানি শেষে গত শুক্রবার ফিফার আপীল কমিটি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তারা জানায়, মেসির বিরুদ্ধে তথ্য-প্রমাণ যথেষ্ট নয়। কিন্তু মেসির শাস্তি উঠে যাওয়াটা কিছুতেই মানতে পারছেন না ভিদাল। সাক্ষাতকারে এই মিডফিল্ডার ক্ষোভের সুরে বলেন, এটা (নিষেধাজ্ঞা উঠে যাওয়া) আর্জেন্টিনার জন্য। মেসি ও ফুটবলের জন্য ভাল। জাতীয় দলের হয়ে মেসির খেলা দেখাটা সবসময় চমৎকার ব্যাপার। কেননা সে সবসময় নিজের সবটুকু ঢেলে দেয়। তাই এটা তারজন্য ভাল। কিন্তু আমার আশা, সব আইন সবার জন্য সমান হোক। এখানে মেসি বলেই এ ছাড় দেয়া হয়েছে। এটা ঠিক না। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে পঞ্চম স্থানে থাকা আর্জেন্টিনার চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে আছে চিলি। শেষ পর্যন্ত হয়তো এ দুই দলকেই সেরা চারে ওঠার জন্য সংগ্রাম করতে হতে পারে। আর এ জন্যই হয়তো ক্ষেপেছেন ভিদাল।
×