ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আয়ারল্যান্ডে এক হলো বাংলাদেশের পুরো দল

প্রকাশিত: ০৪:১৯, ৮ মে ২০১৭

আয়ারল্যান্ডে এক হলো বাংলাদেশের পুরো দল

স্পোর্টস রিপোর্টার ॥ সাসেক্স থেকে আয়ারল্যান্ডে পৌঁছে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর আয়ারল্যান্ডে গিয়েই পুরো দল একসঙ্গে হলো। দলের প্রত্যেক সদস্য এখন একসঙ্গেই আছে। যেটি সাসেক্সের ক্যাম্পে ছিল না। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সাসেক্সের ক্যাম্পে গিয়েও স্ত্রীর অসুস্থতায় দেশে ফিরেছিলেন। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান তো আইপিএলে নিজ নিজ দলের সঙ্গে ছিলেন। সবাই এবার আয়ারল্যান্ডে দলের সঙ্গে আছেন। আয়ারল্যান্ডে তিনজাতি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এ সিরিজের জন্য ১৮ ক্রিকেটার দলে আছেন। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সহঅধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হেসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম ও রুবেল হোসেন। এতদিন সবাই একসঙ্গে না থাকলেও আয়ারল্যান্ডে সবাই এক হলেন। সাসেক্স থেকে দুপুরে রওনা দিয়ে বিকেলে আয়ারল্যান্ড পৌঁছায় বাংলাদেশ দল। অধিনায়ক মাশরাফি শনিবার রাতে রওনা দেন। দেশ থেকে ইংল্যান্ড হয়ে আয়ারল্যান্ড পৌঁছান। পুরো দল সাসেক্স থেকে যখন আয়ারল্যান্ড পৌঁছায়, তার একঘণ্টা পর মাশরাফি দলের সঙ্গে যোগ দেন। আগেরদিন সাকিব ও মুস্তাফিজ দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। অভাব ছিল শুধু মাশরাফির। রবিবার সেটিও পূরণ হয়ে গেল। বাংলাদেশ দল সাসেক্সের উদ্দেশে দেশ ছেড়েছিল ২৬ এপ্রিল। সাসেক্সে গিয়ে ২৮ এপ্রিল থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করে। সেই ক্যাম্প শুক্রবার শেষ হলো। শেষটা অবশ্য দুর্দান্তভাবেই করেছে বাংলাদেশ দল। সাসেক্সের বিপক্ষে ১৩৪ রানের বড় জয় দিয়েই ক্যাম্প শেষ করেছে। ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশেই সাসেক্সে ক্যাম্প করতে যায় মাশরাফিবাহিনী। ৯দিন সাসেক্সেই প্রস্তুতি ক্যাম্প করেন ক্রিকেটাররা। সেই প্রস্তুতি ক্যাম্প শুক্রবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ দিয়ে শেষ হয়েছে। সেই সঙ্গে ইংল্যান্ড সফরকে যে তিনভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ শেষও হয়ে গেছে। এখন আয়ারল্যান্ডে বাংলাদেশ দল। এটি সফরের দ্বিতীয় ভাগ। বাংলাদেশ দল এবারের ইংল্যান্ড সফরকে তিন ভাগে ভাগ করে নিয়েছে। প্রথম ভাগে সাসেক্সে ৯দিনের প্রস্তুতি ক্যাম্প হবে। দ্বিতীয় ভাগে আয়ারল্যান্ডে গিয়ে তিনজাতি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। শেষভাগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে। শুক্রবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে প্রথম ভাগ শেষ হয়েছে। প্রথম ভাগে বাংলাদেশ দল ভালই প্রস্তুতি সেরে নিতে পেরেছে। প্রথম ভাগে শুরুতে তিনদিন প্রস্তুতি শেষে ডিউক অব নরফোকের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। ম্যাচটি যদিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। তবে বাংলাদেশ দলের ব্যাটিং প্রস্তুতিটা দুর্দান্ত হয়েছে। ম্যাচটি শেষে আবার তিনদিন প্রস্তুতি সেরে নিয়ে সাসেক্সের বিপক্ষে প্রস্তুতি ক্যাম্পের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি খেলতে নামেন মুশফিকরা। এ ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অসাধারণ নৈপুণ্য দেখায় দল। অনায়াসেই তিন শ’ রান অতিক্রম করে ফেলে মুশফিকবাহিনী। স্ত্রী অসুস্থ থাকাতে ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দেশে ফেরেন। রবিবার ইংল্যান্ড হয়ে আয়ারল্যান্ড যান। তার পরিবর্তে প্রস্তুতি ম্যাচগুলোতে নেতৃত্ব দেন মুশফিক। আবার ওপেনার তামিম ইকবাল সামান্য ইনজুরিতে থাকায় প্রস্তুতি ম্যাচগুলোতে খেলেননি। সাকিব ও মুস্তাফিজও আইপিএলে থাকায় খেলতে পারেননি। এরপরও দল দুর্দান্ত ব্যাটিং-বোলিং নৈপুণ্য দেখিয়েছে। প্রথম ভাগ শেষ। এবার বাংলাদেশের সামনে দ্বিতীয় ভাগের মিশন শুরু করার পালা। সাসেক্স থেকে আয়ারল্যান্ডে গেছে বাংলাদেশ দল। আজ ও কাল দুইদিন প্রস্তুতি সেরে বুধবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দল। এরপর ১২ মে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনজাতি সিরিজে খেলতে নামবে। সিরিজের আরেক দল নিউজিল্যান্ড। ১২ ও ১৯ মে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং ১৭ ও ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে মাশরাফিবাহিনী। সাসেক্সে প্রস্তুতি ম্যাচে না খেললেও আয়ারল্যান্ড তিনজাতি সিরিজে ঠিকই খেলবেন সবাই। মাশরাফি, তামিম, সাকিব, মুস্তাফিজ; সবাই অংশ নেবেন। তবে প্রথম ম্যাচটিতে মাশরাফি খেলতে পারবেন না। সেøা ওভার রেটের জন্য যে এক ম্যাচ নিষিদ্ধ হয়ে আছেন তিনি। তিনজাতি সিরিজ শেষ হতেই তৃতীয় ও শেষ ভাগের মিশনের পালা শুরু হয়ে যাবে। তিনজাতি সিরিজ শেষে ২৫ মে ইংল্যান্ডে রওনা হবে বাংলাদেশ দল। সেখানে গিয়ে প্রথমে ২৭ মে পাকিস্তানের বিপক্ষে ও ৩০ মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল। ৫ জুন অস্ট্রেলিয়া এবং ৯ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। লীগ পর্বে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যই দীর্ঘদিন আগে ইংল্যান্ড সফরে গেছে দল। সফরের প্রথম ভাগটা জয় দিয়েই শেষ করল বাংলাদেশ। দুর্দান্তভাবে শেষ করল। ইংল্যান্ড সফরে পুরো দল প্রথমবারের মতো একসঙ্গে হয়েছে। আয়ারল্যান্ড মিশন আজ থেকে প্রস্তুতি দিয়ে শুরুও করে দেবে। এবার দ্বিতীয় ভাগেও সাফল্য আসুক সেই প্রত্যাশাই সবার।
×