ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদ্রিদে জয় দিয়ে শুরু পিসকোভা-বাউচার্ডের

প্রকাশিত: ০৪:১৮, ৮ মে ২০১৭

মাদ্রিদে জয় দিয়ে শুরু পিসকোভা-বাউচার্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়েই মাদ্রিদ ওপেনের মিশন শুরু করেছেন রবার্তা ভিঞ্চি, ক্যারোলিনা পিসকোভা, কিকি বার্টেন্স এবং ইউজেনি বাউচার্ডের মতো তারকারা। তবে প্রথমদিনেই সমর্থকদের হতাশ করেছেন জোহানা কন্টা। জার্মানির লরা সিগেমুন্ডের কাছে হেরে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েন গ্রেট ব্রিটেনের এই টেনিস তারকা। কানাডার তরুণ প্রতিভাবান টেনিস খেলোয়াড় ইউজেনি বাউচার্ড। দুই বছর আগে টেনিস কোর্টে রীতিমতো ঝড় তুলেছিলেন তিনি। খুব অল্প সময়েই টানা দুটি গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের সেমিফাইনালে খেলেন। সেইসঙ্গে প্রথম কানাডিয়ান হিসেবে উইম্বলডনের ফাইনালে খেলারও যোগ্যতা অর্জন করেন তিনি। এরপর অবশ্য আর সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি ইউজেনি বাউচার্ড। কিন্তু মাদ্রিদ ওপেনে দারুণ জয় তুলে নিয়েছেন তিনি। রবিবার প্রায় আড়াই ঘণ্টা লড়াইয়ের পর মাদ্রিদ ওপেনের প্রথম রাউন্ডে তিনি ৬-৪, ৪-৬ এবং ৬-১ সেটে পরাজিত করেন ফরাসী তারকা এ্যালিজ কোর্নেটকে। মাদ্রিদ ওপেনে এটাই তার প্রথম জয়। তাও আবার কোর্নেটের মতো নামকরা তারকার বিপক্ষে। যে কারণেই উচ্ছ্বাসটা তার একটু বেশিই। ম্যাচের শেষে ইউজেনি বাউচার্ড বলেন, ‘নিজেকে নিয়ে আমি খুবই গর্বিত। যেভাবে আজ এখানে খেলেছি তাতে আমি গর্ব করতেই পারি। তবে তৃতীয় সেটে আমি ভাল খেলেছি। এ্যালিজের বিপক্ষে খেলাটা মোটেই সহজ ছিল না। কারণ সে এমন একজন খেলোয়াড় যে আপনাকে কখনই সুযোগ তৈরি করতে দিবে না। তাছাড়া মাদ্রিদে এটা আমার প্রথম জয়। এই জয়ের পর আমি সত্যিই দারুণ আনন্দিত।’ তবে দ্বিতীয় রাউন্ডেই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন বাউচার্ড। প্রতিপক্ষ হিসেবে মারিয়া শারাপোভাকে পাচ্ছেন তিনি। দীর্ঘ ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে গত মাসের শেষ সপ্তাহেই টেনিস কোর্টে ফিরেন রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল। শুরুটা বেশ ভালভাবেই করেন তিনি। টানা তিন জয়ে স্টুটগার্ট টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে জায়গা করে নেন মাশা। কিন্তু ক্রিস্টিনা মাদেনোভিচের কাছে হেরে সেমিফাইনালেই থেমে যেতে হয় তাকে। স্টুটগার্টের পর মাদ্রিদ ওপেনে তাই আরও আত্মবিশ্বাসী শারাপোভাকেই দেখতে পারবেন টেনিসপ্রেমীরা। তবে শারাপোভার ফেরা নিয়ে কড়া সমালোচনা করেন বাউচার্ড। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকাকে ‘প্রতারক’ বলেও অভিহিত করেছিলেন তিনি। শুধু তাই নয়, শারাপোভাকে টেনিস থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করার দাবি জানান বাউচার্ড। সেই বাউচার্ডকেই এবার প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডে। সেজন্য অবশ্য শারাপোভাকে অবশ্যই টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৭ নাম্বারে থাকা মিরজনা লুসিচ বারোনিকে হারাতে হবে। তবে শারাপোভার মুখোমুখি হতে প্রস্তুত বাউচার্ড। এ বিষয়ে তিনি বলেন, ‘শারাপোভা-বারোনি উভয়ই প্রায় একই ধরনের খেলা খেলেন। দু’জনেই আক্রমণাত্মক। তবে শারাপোভা হলেও প্রস্তুত আমি।’ এদিকে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ক্যারোলিনা পিসকোভা মুখোমুখি হয়েছিলেন ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কোর। তবে জয় নিয়েই কোর্ট ছেড়েছেন দ্বিতীয় বাছাই পিসকোভা। চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা এদিন ৭-৬ (৭/৫), ২-৬ এবং ৬-২ সেটে হারান প্রতিপক্ষকে। ইতালির রবার্তা ভিঞ্চি ৬-১, ১-৬ এবং ৬-১ সেটে পরাজিত করেন রাশিয়ার দারিয়া কাসাতকিনাকে। হল্যান্ডের কিকি বার্টেন্স ৬-১ ও ৭-৬ (৭/৪) সেটে পরাজিত করেন কাসাতকিনারই স্বদেশী একাটেরিনা মাকারোভাকে। রোমানিয়ার ইরিনা বেগুর কাছে ৬-৪, ৬-৪ সেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন আরেক রাশিয়ান এলিনা ভেসনিনাও। তবে দিনভর আলোচনায় ছিল কন্টার বিদায়। প্রায় আড়াই ঘণ্টা লড়াই করে জার্মানির লরা সিগেমুন্ড এদিন ৩-৬, ৭-৫ এবং ৬-৪ সেটে জোহানা কন্টাকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেন। জাপানের মিসাকি ডোইয়ের কাছে ৬-৪, ৪-৬ এবং ৬-৪ সেটে হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নেন আমেরিকার মেডিসন কেইসও।
×