ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আবাহনী-মোহামেডান দ্বৈরথ আজ

প্রকাশিত: ০৪:১৮, ৮ মে ২০১৭

আবাহনী-মোহামেডান দ্বৈরথ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ সেই দিন ফুরিয়েছে। এখন আবাহনী-মোহামেডান দ্বৈরথে আর উত্তেজনা নেই। যুগ যুগ ধরে চলে আসা ‘ঐতিহাসিক’ ম্যাচ, ‘মর্যাদার ম্যাচ’ বিশেষণও যেন এখন ফিকে হয়ে গেছে। আছে শুধু জেতার নেশা। যে নেশায় আজ দুই দল মুখোমুখি হচ্ছে। বিকেএসপির চার নম্বর মাঠে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব আজ নিজেদের অষ্টম ম্যাচে লড়াই করতে নামবে। একইদিনে বিকেএসপি তিন নম্বর মাঠে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জ ও খেলাঘর সমাজকল্যাণ সমিতি মুখোমুখি হবে। ২০০৯ সালেই আবাহনী-মোহামেডান সর্বশেষ উত্তেজনাকর লড়াইটি দেখা গেছে। সেবার আবাহনীর অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। শেষ বলে জিততে ৪ রান দরকার ছিল মোহামেডানের। থার্ড ম্যান দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে মোহামেডানকে চ্যাম্পিয়নই করে দেন খালেদ মাসুদ পাইলট। এ নিয়ে সে কি উত্তেজনা। সাকিবের দিকে আবাহনীর সমর্থকরা তেড়েও যান। সেই উত্তেজনা আর দেখা যায়নি। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবাহনী ও মোহামেডানের কর্মকর্তারা আছেন। মিলে মিশে বোর্ড চালাচ্ছেন। আর তাই আবাহনী-মোহামেডানের মধ্যকার চিরচেনা উত্তেজনাও শেষ হয়ে গেছে। এরপরও আছে জেতার নেশা। যেটি ক্রিকেটারদের মধ্যে আছে। আবার পয়েন্ট তালিকায় দুই দলই আছেন সমান অবস্থানে। দুই দলেরই ৭ ম্যাচে ৫ জয়ে ২ হারে ১০ পয়েন্ট করে আছে। রানরেটের হিসেবে আবাহনী এখন আছে পয়েন্ট তালিকার দুই নম্বর স্থানে। তবে যে দলই আজ জিতবে, তারাই দ্বিতীয় স্থানটি দখল করবে। আবাহনী জিতলে স্থান অক্ষুণœœ রাখবে। আর মোহামেডান জিতলে আবাহনীর স্থানটি দখল করবে। জেতার সম্ভাবনা কার বেশি? দুই দলেরই জাতীয় দলের ক্রিকেটাররা নেই। তারা এখন আয়ারল্যান্ডে। তাই যে ক্রিকেটাররা এখন আছেন। তারাই ভরসা। সঙ্গে বিদেশী ক্রিকেটাররাও রয়েছেন। আবাহনীতে লিটন কুমার দাস, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, শুভাগত হোম চৌধুরী, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, সাকলাইন সজিবের সঙ্গে আছে বিদেশী ক্রিকেটার ভারতের মনন শর্মা। আর মোহামেডানে অভিষেক মিত্র, রনি তালুকদার, শামসুর রহমান শুভ, রকিবুল হাসান, নাজমুল হোসেন মিলন, এনামুল হক জুনিয়র, কামরুল ইসলাম রাব্বি, তাইজুল ইসলামের সঙ্গে রয়েছেন বিদেশী ক্রিকেটার শ্রীলঙ্কার চারিথ আশালঙ্কা। দুই দলই শক্তিশালী। তবে আবাহনীর দিকেই পাল্লাটা ভারি থাকছে। কারণ দলের ক্রিকেটাররা যে ফর্মে আছেন। তবে এমন ম্যাচে এখনও ক্রিকেটাররা নিজেদের মেলে ধরতে চান। মেলে ধরলে যে ‘লাইম লাইটে’ আসা যায়। সেই ‘লাইম লাইট’ ভবিষ্যতে কাজেও দেয়। আর তাই যে কেউ ‘ম্যাচ উইনার’ হিসেবে ধরা দিতে পারে। শেষ পর্যন্ত দেখা যাক, কোন দল জিতে।
×