ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বার্সিলোনা-রিয়াল মাদ্রিদ জম্পেশ শিরোপা লড়াই

প্রকাশিত: ০৪:১৮, ৮ মে ২০১৭

বার্সিলোনা-রিয়াল মাদ্রিদ জম্পেশ শিরোপা লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ মুহূর্তে স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াই জমে উঠেছে। শনিবার রাতে নিজ নিজ ম্যাচে বড় জয় পেয়েছে দুই শিরোপা প্রত্যাশী দল বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ ন্যুক্যাম্পে বার্সা ৪-১ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে। আর এ্যাওয়ে ম্যাচে সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই স্বাগতিক গ্রানাডাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। বর্তমানে ৩৬ ম্যাচ শেষে ৮৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সিলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্টও ৮৪। তবে তারা বার্সার চেয়ে একটি ম্যাচ কম খেলেছে। এখন লীগে বার্সার বাকি দু’টি আর রিয়ালের বাকি তিনটি ম্যাচ। ঘরের মাঠে ২১ মিনিটে বার্সার প্রথম গোলটি আসে নেইমারের সৌজন্যে। ভিয়ারিয়ালের পেনাল্টি বক্সের মধ্যে মেসির শট লক্ষ্যভ্রষ্ট হয়ে আসে নেইমারের কাছে। ফিরতি শটে সেটা জালে পাঠাতে কোন ভুল করেননি ব্রাজিলিয়ান তারকা। ৩২ মিনিটে অবশ্য এই গোল শোধ করে দেয় ভিয়ারিয়াল। তবে এরপর প্রতিপক্ষকে আর কোন সুযোগ দেয়নি বার্সা। ৪৫ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন মেসি। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পান লুইস সুয়ারেজও। ৬৯ মিনিটে সার্জিও রবার্টোর পাস থেকে বল পেয়ে গোল করেন এই উরুগুয়ের স্ট্রাইকার। বার্সিলোনার জয়টাও নিশ্চিত হয়ে যায় তখনই। ৮২ মিনিটে পেনাল্টি থেকে ভিয়ারিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মেসি। ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গতবারের শিরোপাজয়ীরা। এই ম্যাচে এমএসএন ত্রয়ী দারুণ মাইফলক স্পর্শ করেছেন। লিভারপুল ছেড়ে ২০১৪ সালে মেসি-নেইমারের সঙ্গে যোগ দেন সুয়ারেজ। এরপর থেকেই তিনজন মিলে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে চলছেন। শুধু তাই নয়, চলমান এ মৌসুমসহ টানা তিন মৌসুম গোলের ‘সেঞ্চুরি’ পূর্ণ করলেন এমএসএন ত্রয়ী। কাতালানদের হয়ে মেসি, সুয়ারেজ ও নেইমার মিলে এবার মোট গোল করেছেন ১০২টি। এর মধ্যে মেসি একাই করেছেন ৫১টি গোল। ক্যারিয়ারের এ নিয়ে পঞ্চমবার এক মৌসুমে ৫০-এর বেশি গোল করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। অন্য দুই তারকা সুয়ারেজ ৩৫টি ও নেইমার ১৬টি গোল করেন। ২০১৪-১৫ মৌসুমে তিনজন মিলে ১২২টি গোল করেছিলেন। ২০১৫-১৬ মৌসুমে করেন ১৩১টি গোল। ভিয়ারিয়ালের বিরুদ্ধে মেসি জোড়া গোল করেন। নেইমার ও সুয়ারেজ করেন একটি করে গোল। ম্যাচ শেষে বার্সিলোনা কোচ লুইস এনরিকের নেইমারের প্রশংসা করে বলেন, নেইমার অসাধারণ ফুটবল খেলেছে এই ম্যাচে। তারজন্য সে প্রশংসা পেতেই পারে। তার ড্রিবলিংগুলো ছিল বেশ কার্যকর। আমি এককথায় বলব দুর্দান্ত। লা লিগার এবারের মৌসুমে গ্রানাডা পড়েছে অবনমনের খাড়ায়। নিচের সারির এই দলের বিরুদ্ধে তাই দুর্দান্ত ফর্মে থাকা রোনাল্ডোকে বিশ্রাম দেন রিয়াল কোচ জিনেদিন জিদান। তাতেও দাপুটে জয় পেয়েছে গ্যালাক্টিকোরা। দলের হয়ে জোড়া গোল করেছেন আলভারো মোরাটা ও জেমস রড্রিগুয়েজ। প্রথমার্ধেই চারটি গোল করে দলের জয় নিশ্চিত করে ফেলেন মোরাটা, রড্রিগুয়েজরা। ৩ ও ১১ মিনিটে দলের পক্ষে প্রথম দুটি গোল করেন কলম্বিয়ান তারকা রড্রিগুয়েজ। ৩০ ও ৩৫ মিনিটে আরও দুটি গোল করেছেন মোরাটা। দ্বিতীয়ার্ধে অবশ্য গোলের দেখা পায়নি কোন দলই। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। ম্যাচ শেষে রিয়াল কোচ জিদান বলেন, আমরা নিজেদের নিয়ে ভাবছি, জয় নিয়ে ভাবছি। এখনও তিনটি ফাইনাল বাকি আছে। অর্থাৎ লীগের শেষ তিনটি ম্যাচকেই ফাইনাল হিসেবে দেখছেন ফরাসী গ্রেট। রোনাল্ডোর অনুপস্থিতি রিয়ালকে বুঝতে দেননি রড্রিগুয়েজ ও মোরাটা। তাইতো তাদের প্রশংসা করে জিদান বলেন, রড্রিগুয়েজ সবসময় দলের প্রতি নিবেদিত। ও সম্ভাব্য সেরাটা দিতে চেষ্টা করে। মোরাটাও অসাধারণ। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের ফিরতি লেগে এ্যাটলেটিকোর মাঠে খেলতে যাবে রিয়াল। প্রথম লেগের ৩-০ ব্যবধানের জয়ে ফাইনালে এক পা দিয়ে রাখলেও জিদান ফিরতি লেগ গ্রানাডা ম্যাচের মতো সহজ হবে না বলে শিষ্যদের সতর্ক করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এখন আমরা বিশ্রাম নিব। বুধবারের ম্যাচ নিয়ে ভাবব, যে ম্যাচটা এই ম্যাচের চেয়ে আমাদের অনেক বেশি পরীক্ষা নিবে। আমাদের নিখুঁত একটা ম্যাচ খেলতে হবে।
×