ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চার শিক্ষার্থী-কবিকে সংবর্ধনা দিল সাউথইস্ট ভার্সিটি

প্রকাশিত: ০৪:১২, ৮ মে ২০১৭

চার শিক্ষার্থী-কবিকে  সংবর্ধনা দিল সাউথইস্ট ভার্সিটি

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উদ্যোগে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের চার শিক্ষার্থী-কবিকে সংবর্ধনা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে রবিবার উপাচার্যের কনফারেন্স রুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন। উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম. কামালউদ্দীন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফকরুদ্দীন আহমেদ এসপিপি, পিএসসি (অব), কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের প্রধান সমন্বয়ক উইং কমান্ডার এএইচএম মোস্তফা মোর্শেদ (অব), বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. রকিবুল হাসান এবং সংবর্ধিত চার শিক্ষার্থী হলেন, কবি আদৃতা শুভ (কাব্য: মঙ্গলস্বাক্ষর), মেহেদী হাসান বাপ্পী (কাব্য: জাতিস্মর ঘুমিয়ে আছে), শাকিল আহমেদ (কাব্যঃ জীবনকথা) ও লেবিসন স্কু (কাব্য: মানুষ এক অদ্ভুত সাঁড়াশি অনুবাদক)। -বিজ্ঞপ্তি
×