ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নষ্ট হচ্ছে ভাস্কর্য, স্থাপনা

মুজিবনগর কমপ্লেক্সের কাজ ১৯ বছরেও শেষ হয়নি

প্রকাশিত: ০৪:১২, ৮ মে ২০১৭

মুজিবনগর কমপ্লেক্সের কাজ ১৯ বছরেও  শেষ হয়নি

সংবাদদাতা, মেহেরপুর, ৭ মে ॥ ইতিহাস আর ঐতিহ্যের দিক বিবেচনা করে মেহেরপুরের মুজিবনগরে নির্মাণ করা হয় বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতি মানচিত্র। ভৌগোলিক অবস্থান অনুযায়ী এই মানচিত্রে মহান মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরকে ভাগ করে ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধকালের বিভিন্ন চিত্র। কিন্তু অযতœ আর অবহেলায় মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতি মানচিত্রসহ কমপ্লেক্সের বিভিন্ন অবকাঠামো নষ্ট হতে চলেছে। স্বাধীনতার সূতিকাগার হিসেবে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর। সেই গুরুত্ব বিবেচনা করে মুজিবনগর কমপ্লেক্স নির্মাণ করা হলেও বিভিন্ন স্থাপনার কাজ দীর্ঘ ১৯ বছরেও শেষ হয়নি। ফলে পূর্ণাঙ্গরূপে চালু হয়নি এই কমপ্লেক্সটি। ১৯৯৮ সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও বরাদ্দের অভাবে তা বন্ধ হয়ে যায়। তিন দফায় বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। তবুও শেষ হয়নি প্রকল্পের পূর্ণাঙ্গ কাজ। গণপূর্ত বিভাগের হিসেব মতে, মুজিবনগর প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ৩০ কোটি ৮৬ লাখ ৮৯ হাজার টাকা। ব্যয় হয়েছে ২৯ কোটি ২১ লাখ ৫৭ হাজার টাকা। বরাদ্দের অভাবে ২০১১ সালের জুন মাসের পরে মুজিবনগর প্রকল্পের কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। দেখভালের অভাবে নষ্ট হতে চলেছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের ভাস্কর্যসহ বিভিন্ন স্থাপনা। মুজিবনগর কমপ্লেক্সের মাস্টার প্ল্যান তৈরি করেন স্থাপত্য অধিদফতর। মানচিত্রের ডিজাইন তৈরি করেন বুয়েট আর্কিটেক্টদের সংগঠন বিআরটিসি। মাহাবুবুল হক চান্দুসহ স্থানীয়রা জানান, কাজের মান নি¤œ এবং সঠিক তত্ত্বাবধানের অভাবে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ভাস্কর্যগুলোর রং এবং ভাস্কর্য নষ্ট হতে চলেছে। হতাশ হয়ে ফিরে যাচ্ছে দর্শনার্থীরা। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পূর্ণাঙ্গ কাজ শেষ করার দাবিও জানান তারা। মোস্তাফিজুর রহমানসহ অনেক দর্শনার্থীরাই জানান, মানচিত্রের রং, লাইটিং ব্যবস্থা এবং অন্যান্য অসমাপ্ত কাজ এতগুলো বছর পার হয়ে গেলেও আজও তা বাস্তবায়ন হয়নি। কাজের নি¤œমানের কারণে কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কমপ্লেক্সটি নষ্ট হতে চলেছে এখন। সরকার এখনই এই কমপ্লেক্সটির দিকে নজর না দিলে অদূর ভবিষ্যতে এই কমপ্লেক্সটি আর কোন কাজেই আসবে না। সব কিছুই নষ্ট হয়ে যাবে।
×