ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বয়লার বিস্ফোরণ

দিনাজপুরে নিহতদের অনুদান প্রদান

প্রকাশিত: ০৪:০৭, ৮ মে ২০১৭

 দিনাজপুরে নিহতদের অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ভয়াবহ বয়লার বিস্ফোরণ ঘটনায় নিহত ১৭ শ্রমিকের স্বজনদের হাতে রবিবার দুপুরে সরকারী আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল হতে যমুনা অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার। প্রধান অতিথি ছিলেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক। বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম, চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, চালকল মালিক গ্রুপের সভাপতি সারওয়ার আশফাক আহমেদ লিয়ন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, জাতীয় শ্রমিক জোটের জেলা সভাপতি সহিদুল ইসলাম এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে জর্জেস সোহেল। শ্রমমন্ত্রী নিহত ১৭ ও আহত চার শ্রমিকের পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
×