ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তাগাছায় ঝড়ে নিহত এক ॥ আহত ৫০, বাড়ি বিধ্বস্ত

প্রকাশিত: ০৪:০৬, ৮ মে ২০১৭

মুক্তাগাছায় ঝড়ে নিহত এক ॥ আহত ৫০,  বাড়ি বিধ্বস্ত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ মুক্তাগাছায় কালবৈশাখী ঝড়ে গাছচাপায় মারা গেছে আব্দুল মজিদ নামে ষাটোর্ধ এক বৃদ্ধ। উপজেলার তারাটি ইউনিয়নের মৈশাদিয়া গ্রামে তার বাড়ি। আহত হয়েছে অর্ধশতাধিক। শনিবার রাত ৯টার দিকে ১৫ মিনিটের এই ঝড়ে মুক্তাগাছার তারাটি, বড়গ্রাম, দুল্লা, বাশাটি, মানকোন, ঘোঘা ও কাশিমপুর ইউনিয়নের প্রায় অর্ধশত গ্রাম ল-ভ- হয়েছে। ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতিসহ উপড়ে গেছে শত শত গাছপালা। বিধ্বস্ত হয়েছে কয়েকশ’ কাঁচা ঘরবাড়ি। ঝড়ে বিনোদবাড়ী মানকোন দাখিল মাদ্রাসা, তাজমহলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চাল উড়ে গেছে। বিএসডিসির কাশিমপুর বীজ বর্ধন খামারের উপপরিচালক এএফএম শফিকুল ইসলাম জানান, ঝড়ে খামারের ২৫ একর জমির হাইব্রিড ও ১৫ একর জমির ইনব্রিড বীজ ধান ক্ষেত পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ময়মনসিংহ পল্লীবিদ্যুত সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মকবুল হোসেন জানান, ঝড়ে বিভিন্ন স্থানে ৫৭টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ায় বিদ্যুত সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। ঝড়ের পর থেকে উপজেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুত সরবারাহ বন্ধ রয়েছে। স্থানীয় সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমদ মুক্তি নিহত আব্দুল মজিদের পরিবারকে নগদ ১৫ হাজার টাকা, ক্ষতিগ্রস্ত ৭টি পরিবার ও ক্ষতিগ্রস্ত একটি মসজিদে নগদ অর্থ সহায়তা দিয়েছেন।
×