ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএনপি কর্মী যুবলীগের আহ্বায়ক

প্রকাশিত: ০৪:০৬, ৮ মে ২০১৭

বিএনপি কর্মী যুবলীগের আহ্বায়ক

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৭ মে ॥ বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়ন যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে স্থানীয় বিএনপি কর্মীকে মনোনীত করা হয়েছে। উপজেলার যুবলীগের আহ্বায়ক একক ক্ষমতায় মনোনয়ন দেয়ার মাধ্যমে মুক্তিযুদ্ধের সপক্ষের দলের মধ্যে বিএনপি-জামায়াত পরিবারের সন্তানদের অনুপ্রবেশ ঘটবে বলে যুবলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। উপজেলার অন্য ইউনিয়নগুলোতে সব কিছু ঠিকঠাক থাকলেও ব্যতিক্রম ঘটেছে চতুল ইউনিয়নের ক্ষেত্রে। এখানে নামে মাত্র সমাবেশ করে যুবলীগের আহ্বায়ক চতুল ইউনিয়নের চেয়ারম্যান শরিফ সেলিমুজ্জামান লিটু একক সিদ্ধান্তে শনিবার সন্ধ্যায় বাইখির চৌরাস্তায় এসে সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন। ওই কমিটির আহ্বায়ক করা হয় শুখদেবনগর গ্রামের মৃত আবুয়ার রহমান শরিফের ছেলে বিএনপি কর্মী দেলোয়ার শরিফকে। দেলোয়ার শরিফের চাচা একলিন শরিফ চতুল ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি। আরেক চাচা আনোয়ার শরিফ স্থানীয় জামায়াতের রুকন এবং আরেক চাচা মতিয়ার শরিফ ওয়ার্ড বিএনপির নেতা। এ বিষয়ে উপজেলা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য বোয়ালমারী সরকারী কলেজের সাবেক জিএস এবং চতুল গ্রামের ওবায়দুর রহমান মৃধা বলেন, আওয়ামী লীগে হাইব্রিডদের আনাগোনা বাড়ছে। আমাদের সঙ্গে কোন আলোচনা ছাড়াই এই কমিটি গঠন করা হয়েছে। জামায়াত বিএনপি পরিবারের সন্তান অশিক্ষিত বিএনপি কর্মী দেলোয়ারকে যুবলীগের আহ্বায়ক হিসেবে মেনে নেয়া যায় না। চতুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান বলেন, ইউনিয়নের যুবলীগ নেতৃবৃন্দের সঙ্গে কোন আলাপ আলোচনা ছাড়াই যুবলীগের আহ্বায়ক লিটু শরিফ একক ক্ষমতা বলে জামায়াত বিএনপি পরিবারের সন্তান দেলোয়ার শরিফকে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনোনীত করেছেন। যার চাচারা সবাই জামায়াত বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত এবং এই দেলোয়ার নিজেও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
×