ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পানছড়ি সীমান্তে অপরাধ রোধে কর্মশালা

প্রকাশিত: ০৪:০৪, ৮ মে ২০১৭

পানছড়ি সীমান্তে অপরাধ রোধে কর্মশালা

সংবাদদাতা, পানছড়ি, খাগড়াছড়ি, ৭ মে ॥ পানছড়ি উপজেলায় সীমান্তবর্তী অঞ্চলে স্থানীয় অধিবাসীদের দায়িত্বরোধ বৃদ্ধির মাধ্যমে আন্তঃসীমান্ত অপরাধ ও জঙ্গী কার্যক্রম রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় ৩ বিজিবি লোগাং জোন সদর দফতরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ৩ বিজিবি আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মতিউর রহমান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার খাগড়াছড়ি। ৩ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান সঞ্চালিত কর্মশালায় অতিথি ছিলেন ৫১ বিজিবি অধিনায়ক লে: কর্নেল ইকবাল হোসেন পিবিজিএম, পিবিজিএমএস, ৩২ বিজিবি অধিনায়ক লে: কর্নেল হাসানুজ্জামান চৌধুরী, ৩ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর তানভীর আহমেদ নিজামী প্রমুখ।
×