ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৈয়দপুরে মাদকের রমরমা কেনাবেচা

প্রকাশিত: ০৪:০৪, ৮ মে ২০১৭

সৈয়দপুরে মাদকের রমরমা কেনাবেচা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দেশের অষ্টম ব্যবসা-বাণিজ্য ও রেলের শহর সৈয়দপুরের অলিগলিতে চলছে মাদকের অবাধ কেনাবেচা। শহরের ২০টিরও বেশি পয়েন্টে মাদক কেনাবেচা হলেও পুলিশ মাঝেমধ্যে সামান্য গাঁজা, হেরোইন, ইয়াবা জব্দ করলেও চিহ্নিত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কিছুই করতে পারছে না। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী মাদক বিক্রেতা পর্দার আড়ালে হুকুমদারী করলেও তাদের সহযোগীরা অসাধু পুলিশসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের লোকজনের সহযোগিতায় মাদক কেনাবেচা অব্যাহত রেখেছে। চিহ্নিত মাদক বিক্রেতাদের মধ্যে রয়েছেÑ রাজু সরদার, হাতিখানার ইসমাইল ও বদি, নিচু কলোনির ইউসুফ পকেটমার, মুন্সীপাড়ার ইমতিয়াজ, রেললাইনসংলগ্ন ভলু, ইসলামবাগ এলাকার জহুরা, জাবেদ, আমেনা ও সেলিম, বাঙ্গালীপুর নিজপাড়া এলাকার মোখলেছসহ হাতিখানা মহুয়া রেললাইনসংলগ্ন মালেক। চিহ্নিত মাদক বিক্রেতাদের নিযুক্ত এজেন্ট প্রতিদিন শহরের হাতিখানা কবরস্থান, রেললাইন এলাকা, রেলওয়ে স্টেশন, রসুলপুর, গোলাহাট, মিস্ত্রিপাড়া, মুন্সীপাড়া জোড়াপুকুর, পুরাতন বাবুপাড়া, কলিমের মোড়, অফিসার্স কলোনি ডাকবাংলোসংলগ্ন, শহীদ স্মৃতিস্তম্ভ এলাকাসহ বাস টার্মিনাল ও আদানী মোড় এলাকায় মাদক বিক্রি করে।
×