ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় বিচার দাবিতে বিক্ষোভ

ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

প্রকাশিত: ০৪:০৪, ৮ মে ২০১৭

ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ৭ মে ॥ স্কুলছাত্রী রুবিনা ধর্ষণ-হত্যাকারীদের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। রবিবার দুপুর ১২টায় স্থানীয় নারী-পুরুষ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধনে অংশ নেয় বিক্ষোভকারীরা। শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এলাকাবাসী জানায়, রুবিনা স্থানীয় প্রভাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল। প্রতিদিনের ন্যায় রুবিনার মা চায়না খাতুন মঙ্গলবার দুপুরেও প্রতিবেশীর বাড়িতে কাজে যায়। এ সুযোগে লম্পট হুমায়ন বাঙ্গাল রুবিনাকে ফুসলে ধর্ষণ করে। ঘটনা ধামাচাপা দিতে তাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর তার স্ত্রী আরজিনা খাতুনসহ কয়েকজন ওড়না গলায় পেঁচিয়ে তাদেরই আমগাছে ঝুলিয়ে দেয়। রুবিনা চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিণ গোরস্তানপাড়ার রবির মেয়ে। রুবিনার মা চায়না খাতুন বলেন, এলাকার প্রভাবশালী সুদের কারবারি হুমায়ন বাঙ্গাল আমার মেয়েকে ধর্ষণ শেষে হত্যা করেছে। আমি তার ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
×