ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বৈশাখী টিভিতে রাজীব মণি দাসের ‘রং বেরঙের মানুষেরা’

প্রকাশিত: ০৪:০২, ৮ মে ২০১৭

বৈশাখী টিভিতে রাজীব মণি দাসের  ‘রং বেরঙের মানুষেরা’

স্টাফ রিপোর্টার ॥ বৈশাখী টিভিতে আগামীকাল ৯ মে মঙ্গলবার থেকে প্রচার হতে যাচ্ছে ধারাবাহিক নাটক ‘রং বেরঙের মানুষেরা’। রাজীব মণি দাসের রচনায় ধারাবাহিকটি যৌথভাবে পরিচালনা করেছেন শেখ সেলিম ও কাজী সাইফ আহমেদ। ধারাবাহিকটি প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে। ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ড. ইনামুল হক, মীর সাব্বির, ফারজানা ছবি, প্রাণ রায়, অহনা, আফরোজা হাসান, মুক্তি, বাহার, স্বাধীন খসরু, রোমানা স্বর্ণা, রাশেদ মামুন অপু, বাদলসহ আরও অনেকে। ধারাবাহিক নাটকটির শীর্ষ সঙ্গীতের কথা লিখেছেন রাজীব মণি দাস। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন যাদু রিছিল। কণ্ঠ দিয়েছেন এস এ শাওন। নাটকটির নির্বাহী প্রযোজক এস এইচ রানা। ‘রং বেরঙের মানুষেরা’ নাটকের গল্পে দেখা যাবে সহজ-সরল বোকা ক্ষীণ স্মরণশক্তির নাগর আলী, যে কিনা শারীরিক যোগ্যতা থাকার পরেও কাজ করতে পারে না। কিছুক্ষণ পর পর তার ক্ষুধা লাগে। এক মুঠো অন্নের আশায় সে সবার সঙ্গে অদ্ভুদ অদ্ভুদ ঘটনায় নিজের জীবনকে জড়িয়ে ফেলে। গ্রামের দুষ্টু ছেলেরা তার দুর্বলতার সুযোগ নেয়। এর ফলে তাকে বিভিন্ন বিপত্তিতে পড়তে হয় এবং মাঝে মাঝে তার স্ত্রী কুমকুম এসে তাকে উদ্ধার করে। স্থানীয় মেম্বারের বাসায় যেন সবসময় মেলার মতো মানুষের ভিড় লেগেই থাকে। মেম্বারের বাসার কাজে মেয়েরা কোন দোষ করলে তার বিচার হয় একটু ভিন্ন স্টাইলে। পারি না পারি বিভিন্নভাবে কুমকুমকে বিপদে ফেলতে চেষ্টা করে। হাসানের ঘরে বিবাহযোগ্য মেয়ে ও স্ত্রী থাকা সত্ত্বেও তার দৃষ্টি পড়ে নাগর আলীর স্ত্রীর দিকে। গ্রামের এই রকম বিভিন্ন চরিত্রের মানুষগুলোকে নিয়ে এগিয়ে যায় ‘রং বেরঙের মানুষেরা’ ধারাবাহিক নাটকের গল্প।
×