ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গানে গানে শ্রোতাদের মাতালেন শাওন চৌধুরী

প্রকাশিত: ০৪:০২, ৮ মে ২০১৭

গানে গানে শ্রোতাদের মাতালেন শাওন চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি বৃষ্টিস্নাত এক সন্ধ্যায় সঙ্গীত পিপাসু শ্রোতাদের গানের মূর্ছনায় ভাসালেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী শাওন চৌধুরী। রাজধানীর শিশু একাডেমি অডিটোরিয়ামে আরশিনগর ফাউন্ডেশনের আয়োজনে ওইদিন শাওন চৌধুরীর একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৩ ঘণ্টার এ বিশেষ অনুষ্ঠানে শিল্পী নিজের মৌলিক আধুনিক গানের পাশাপাশি উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পীদের আধুনিক গান ও গজল পরিবেশন করেন। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানটির প্রথম পর্বে ছিল আধুনিক গান এবং দ্বিতীয় পর্বে ছিল গজল। মিলনায়তনপূর্ণ দর্শক-শ্রোতাদের তিনি একের পর এক উপমহাদেশের বিখ্যাত অসংখ্য গান এবং গজল গেয়ে শোনান। দর্শক শ্রোতারা মন্ত্র-মুগ্ধের মতো শিল্পী শাওন চৌধুরীর সুরেলা কণ্ঠের এ স্মরণীয় সঙ্গীত সন্ধ্যাটি উপভোগ করেন। শাওন চৌধুরী মূলত আধুনিক ও গজল পরিবেশন করেন। রেডিও, টেলিভিশনে সঙ্গীত পরিবেশনের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও প্লেব্যাক করেন। দ্বৈত পরিবেশনায় তিনি বিশ্বনন্দিত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, হৈমন্তী শুক্লা, কুমার শানু, অনুরাধা পড়োয়াল, কবিতা কৃষ্ণমূর্তি, অলকা ইয়াগনিক, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনসহ অনেকের সঙ্গেই গানে কণ্ঠ মিলিয়েছেন তিনি। তার ৯টি অডিও এ্যালবাম প্রকাশ হয়েছে। যার ২টি কলকাতা থেকে প্রকাশিত। তার ‘কাল সারা রাত’ নামে একটি ভিডিও এ্যালবামও রয়েছে। উল্লেখযোগ্য, বেশকিছু দেশী-বিদেশী সম্মাননা অর্জন করেছেন শাওন চৌধুরী। এর মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়ার ‘দ্য ওয়ার্ল্ড মাস্টার এ্যাওয়ার্ড, জি টিভি গুণীজন এ্যাওয়ার্ড, নেপালের সাউথ এশিয়ান কালচারাল এ্যাওয়ার্ড, মহাভারতী বাংলাভাষী এ্যাওয়ার্ড (দিল্লী), মান্নাদে স্মৃতি সম্মাননা, বিটিভি আর্টিস্ট পারফর্মেন্স এ্যাওয়ার্ড, বাংলাদেশ কালচারাল রিপোর্টারর্স এ্যাওয়ার্ড, সালমান শাহ স্মৃতি পরিষদ এ্যাওয়ার্ড প্রভৃতি।
×