ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রবীন্দ্র জয়ন্তীতে বিশেষ আয়োজন

প্রকাশিত: ০৪:০১, ৮ মে ২০১৭

রবীন্দ্র জয়ন্তীতে বিশেষ আয়োজন

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলা গর্ব বাংলা সাহিত্য সংস্কৃতির গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্য সংস্কৃতির এমন কোন শাখা নেই যেখানে রবীন্দ্রনাথের মেধার স্পর্শ পড়েনি। বিশেষ করে রবীন্দ্রনাথ সৃষ্ট সাহিত্য রচনা বাংলা সাহিত্যকে পৌঁছে দিয়েছে বিশ্বসাহিত্যের সুউচ্চ শিখরে। বাঙালীর ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও মননশীলতা দিয়ে বিশ্ব অঙ্গনে যিনি এনেছিলেন বিরল সম্মান। সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী সেই পুণ্যজন আমাদের কবিগুরু, বিশ্বজনের বিশ্বকবি, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তী আজ। আজ ২৫ বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে উপমহাদেশের অন্য দেশের মতো বাংলাদেশেও সকরকারী ও বেসরকারীভাবে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিটিভি ও বাংলাদেশ বেতার এবং এফএম রেডিও এবং স্যাটেলাইট চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠামালা প্রচার করবে। এ উপলক্ষে বেশকিছু এ্যালবামও প্রকাশ হয়েছে। বরীন্দ্রজয়ন্তী উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে এ প্রতিবেদন। এটিএন বাংলার আয়োজন : সকাল ৭-৩০ মিনিটে প্রচার হবে শম্পা মাহমুদ ও নবুয়াত রহমানের যৌথ প্রযোজনায় ‘চায়ের চুমুকে’ এর বিশেষ পর্ব। সকাল ৮-২৫মিনিটে শিল্পী শামা রহমান ও ফাহিম হোসেন চৌধুরীর গাওয়া রবীন্দ্রসঙ্গীত নিয়ে ‘আজ সকালের গান’, সকাল ৯-১০ মিনিটে ছোটদের নৃত্যানুষ্ঠান ‘ফুলে ফুলে’, সকাল ১০-৩৫ মিনিটে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘সে আমার মন কেড়েছে’, বেলা ৩-১০টায় শিশুতোষ নাটক ‘দুই বিঘা জমি’, বেলা ৩-৪৫ মিনিটে নাটক ‘নিশিথে’, বিকাল ৫-২০ মিনিটে ‘রবিরশ্মি’, সন্ধ্যা ৬-১৫ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘রাঙিয়ে দিয়ে যাও’, রাত ৮টায় শিল্পী ইভা রহমানের গাওয়া রবীন্দ্রসঙ্গীতানুষ্ঠান ‘মনে কী দ্বিধা’, রাত ৮-৪৫টায় নাটক ‘মধ্যবর্তিনী’, রাত ১১টায় শিল্পী শ্রেয়া গুহ ঠাকুরতার পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান ‘কী সুর বাজে আমার প্রাণে’। রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা : চ্যানেল আই প্রাঙ্গণে রয়েছে ‘রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা ’১৭। এবার রবীন্দ্রমেলা সম্মাননা পাচ্ছেন রবীন্দ্র সঙ্গীতশিল্পী মিতা হক। এবারের মেলা শুরু হবে বিকেল ৪-৩০ মিনিটে। মেলায় গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদি মহম্মদ, লিলি ইসলাম, শামা রহমান, অনিমা রায় প্রমুখ। মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চারুলতা’ চ্যালেন আইতে দেখানো হবে দুপুর ১-০৫ মিনিটে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। রাত ৭-৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘মানভঞ্জন’। রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার একক গানের অনুষ্ঠান ‘রবির গানে ভিন শহরে’ প্রচার হবে রাত রাত ১০টায়। এনটিভির আয়োজন : এনটিভিতে আজ ভোর ৬-১৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘রবীন্দ্রনাথের প্রার্থনা’, দুপুর ১-০৫ মিনিটে নাটক ‘অপরিচিতা’, বেলা ২-৩৫ মিনিটে সরাসরি সম্প্রচার হবে ‘রুদ্র তোমার দারুণ দীপ্তি’, বিকেল ৫-৩০ মিনিটে প্রচার হবে ‘ভাবনায় রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের ভাবনা’, সন্ধ্যা ৬-৪৫ মিনিটে প্রচার হবে নৃত্যানুষ্ঠান ‘জয় জয়ন্তী’। রাত ৯-০৫ মিনিটে প্রচার হবে নাটক ‘সাধারণ মেয়ে’। রবীন্দ্রনাথের ‘সাধারণ মেয়ে’ কবিতার অনুপ্রেরণায় চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। অভিনয় করেছেন- নুসরাত ইমরোজ তিশা, আরমান পারভেজ মুরাদ, শামস সুমন, তানভীর, মুনমুন আহমেদ, হারুনুর রশীদ, মাজনুন মিজান প্রমুখ। রাত ১১-৩০ মিনিটে প্রচার হবে মিউজিক ভিডিওর বিশেষ অনুষ্ঠান ‘একটুকু ছোঁয়া লাগে’। আরটিভির আয়োজন : রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্পজীবন নির্ভর বিশেষ প্রামাণ্যচিত্র ‘আমার মুক্তি আলোয় আলোয়’। এতে রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব, কৈশোর, শিক্ষাজীবন, জমিদারী দায়িত্ব, কবিতা, গান, নাটক, অভিনয়, নৃত্য, চিত্রশিল্পীসহ তার শিল্পজীবনের প্রতিটি বাঁককে তুলে ধরা হয়েছে দুর্লভ ফুটেজ এবং প্রামাণ্যচিত্রসহ। গ্রন্থনা, নির্মাণ ও প্রযোজনা সুজন আহমেদ। অনুষ্ঠান আজ বেলা ১১-২০ মিনিটে প্রচার হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প ‘তপস্বিনী’ অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘তপস্বিনী’। নাটকটি নাট্যরূপ ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। এতে বরদানন্দ চরিত্রে আফরান নিশো, ষোড়শী চরিত্রে জাকিয়া বারী মম। নাটকটি আজ রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে। মাছরাঙার আয়োজন : সকাল ৯-৩০ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ অবলম্বনে নুরুল আলম আতিকের পরিচালনায় অনুনাটক ‘নতুন পুতুল’। দুপুর ১-৩০ মিনিটে থাকছে কাদেরী কিবরিয়ার একক সঙ্গীতানুষ্ঠান ‘দিনের শেষে ঘুমের দেশে’। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নাটক ‘মনিহারা’ প্রচারিত হবে সন্ধ্যা ৭-৪০ মিনিটে। আসিফ পিয়াল ও সাইমুন ইসলামের পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, মাসুদা বিজলী, সৈকত সিদ্দিক প্রমুখ। রাত ১১টায় রয়েছে এ প্রজন্মের শিল্পীদের পরিবেশনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘রক উইথ রবীন্দ্রনাথ’। এসএ টিভির আয়োজন : এসএ টিভির বিশেষ অনুষ্ঠান ‘কাব্যগীতে সন্ধ্যারাতি’। অনুষ্ঠানটির যৌথ আয়োজন করেছে এস এটিভি ও উত্তরা ক্লাব। অনুষ্ঠানটি প্রযোজনায় কামরুজ্জামান রঞ্জু। এতে আবৃত্তি করবেন শিমুল মুস্তাফা, শারমিন লাকী, সামিউল ইসলাম পোলাক। সঙ্গীত পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদি মহম্মদ, অদিতি মহসিন, শামা রহমান, লিলি ইসলাম, চঞ্চল খান, অনিমা রায়। সমবেত সঙ্গীত পরিবেশন করবে উত্তরায়ণ। অনুষ্ঠানটি আজ সন্ধ্যা ৭-৩০ মিনিটে এসএ টিভিতে সরাসরি প্রচার হবে। শফিক তুহিনের ‘সুরের ধারা’ : ছোটবেলায় অনেক সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। তখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। তখন একটি প্রতিযোগিতায় আমি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলাম। দ্বিতীয় স্থানের পুরস্কারও পাই তখন। এরপর গানের জগতে আসার পর একটা ইচ্ছে ছিল, কবিগুরুর গান গাইব। একটু বিলম্বে হলেও সেটাই পূরণ হলো এবার। এবারই প্রথম আমার ভক্ত-শ্রোতাদের জন্য রবীন্দ্রসঙ্গীত গাইলাম। ছোটবেলা ও বর্তমানের ইচ্ছের কথা এভাবেই বলছিলেন সঙ্গীতশিল্পী শফিক তুহিন। চলতি সপ্তাহে রবীন্দ্রসঙ্গীত ?‘সুরের ধারা’ গেয়েছেন তিনি। গানটির সঙ্গীতায়োজন করেছেন রাফি। আজ রবীন্দ্র জন্মজয়ন্তীতে এর অডিও-ভিডিও প্রকাশ করে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাবেন শফিক তুহিন। শফিক তুহিন জানান, সিএমভির ব্যানারে এরই মধ্যে গানটির অডিও ট্র্যাক প্রকাশ পেয়েছে জিপি মিউজিক এ্যাপে। আর লিরিক ভিডিওটি প্রকাশ পেয়েছে ৭ মে সন্ধ্যায় সিএমভির ইউটিউব চ্যানেলে। লেজার ভিশনের আয়োজন : লেজার ভিশনের উদ্যোগে বেশ কয়েকটি এ্যালবাম প্রকাশ হচ্ছে। এর মধ্যে রয়েছে খায়রুল আনাম শাকিল ও মাসুদা আনাম কল্পনার এ্যালবাম ‘একটুকু ছোঁয়া লাগে’। এ্যালবামটির সঙ্গীতায়োজনে ছিলেন দূর্বাদল চট্টোপাধ্যায়। কণ্ঠশিল্পী ওয়াহিদা রহমানের রবীন্দ্রসঙ্গীতের একক এ্যালবাম ‘সকরুণ বেণু’। রবীন্দ্রনাথের জনপ্রিয় ৯ গান নিয়ে এ্যালবামটি সাজানো হয়েছে। এ্যালবামটির সঙ্গীতায়োজনে ছিলেন দূর্বাদল চট্টোপাধ্যায়। কণ্ঠশিল্পী মাহফুজা হক তুলির রবীন্দ্রসঙ্গীতের একক এ্যালবাম ‘ভরিলে চিত্ত মম’। রবীন্দ্রনাথের জনপ্রিয় ১০ গান নিয়ে এ্যালবামটি সাজানো হয়েছে। এ্যালবামের সঙ্গীতায়োজনে ছিলেন দূর্বাদল চট্টোপাধ্যায়। এ ছাড়াও কণ্ঠর ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’, ‘আমার সকল দুখের প্রদীপ’, ‘আমার পরাণ যাহা চায়’, ‘হে চিরনূতন’ও ‘এমন দিনে তারে বলা যায়’ প্রকাশ হচ্ছে। এ্যালবামগুলোর সঙ্গীতায়োজনে ছিলেন দূর্বাদল চট্টোপাধ্যায়, ভাস্কর রায়, রাহুল চ্যাটার্জী, দিলীপ রায়, গৌতম দাস ও দৌলতুর রহমান।
×