ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে দ্বিতীয় দফা ভোটের প্রাক্কালে ম্যাকরনের মেইল ফাঁসে তোলপাড়

প্রকাশিত: ০৪:০০, ৮ মে ২০১৭

ফ্রান্সে দ্বিতীয় দফা ভোটের প্রাক্কালে ম্যাকরনের মেইল ফাঁসে তোলপাড়

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগের দিন জনমত জরিপে এগিয়ে থাকা প্রার্থী ইমানুয়েল ম্যাক্রনের ইমেইল ফাঁস হওয়া নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। শুক্রবার নির্বাচনী প্রচারের সময় শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে অনলাইনে প্রায় নয় গিগাবাইটের মতো ই-মেইল ও নির্বাচনী প্রচারের খরচ সংক্রান্ত নথি ফাঁস হয়। ম্যাক্রনের প্রচার শিবির বলছে, নির্বাচনকে প্রভাবিত করতেই এসব ই-মেইল ফাঁস করা হয়েছে। খবর ইয়াহু নিউজের। গত বছর নবেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটনের দল ডেমোক্র্যাটিক পার্টির প্রচার শিবিরে সাইবার হামলা হয়। ভোটে পরাজয়ের জন্য একে দায়ী করে রাশিয়াকে দোষারোপ করেন তিনি। এখন ওই ঘটনার তদন্ত করছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই হ্যাকিংয়ের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। শনিবার তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় এটা হওয়ার ঝুঁকি রয়েছে বলে আমরা জানতাম। কারণ অন্যান্য জায়গায়ও এটা হয়েছে। এর সমুচিত জবাব দেয়ার অঙ্গীকার করেন তিনি। এদিকে ফাঁস হওয়া তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে সংবাদমাধ্যম ও জনগণকে কঠোর হুঁশিয়ারি দিয়ে ফ্রান্সের নির্বাচন কমিশন বলেছে, এটা প্রচার করলে তা ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। শনিবার নির্বাচন কমিশনের এক বিবৃতিতে বলা হয়, আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগের দিন কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমসহ ইন্টারনেট সাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অবস্থান করা সব ব্যক্তিকে দায়িত্বশীল হওয়ার এবং এই সমস্ত বিষয় (ম্যাক্রনের ফাঁস হওয়া ই-মেইল) আদান-প্রদান না করার আহ্বান জানানো হচ্ছে। ভোটের সততাকে বিকৃত করবেন না। রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট হবে কট্টর ডানপন্থী প্রার্থী মারিঁয়ে লি পেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে ম্যাক্রনের। শেষ মুহূর্তে তার নথি ফাঁস হলেও তা নির্বাচনে তেমন কোন প্রভাব ফেলবে না বলে মনে করছেন প্যারিসে বিবিসির প্রতিনিধি হিউ স্কাইফিল্ড। কারণ হিসেবে, রানঅফের প্রচার শেষ হওয়ার আগের সর্বশেষ জরিপগুলোতে লি পেনের চেয়ে ম্যাক্রনের এগিয়ে থাকার কথা বলছেন তিনি। এসব জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ ভোট পেয়ে লি পেনকে পরাজিত করতে পারেন ম্যাক্রন।
×