ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইইউ সংস্কার না হলে এবার ফ্রেক্সিট!

প্রকাশিত: ০৪:০০, ৮ মে ২০১৭

ইইউ সংস্কার না হলে এবার ফ্রেক্সিট!

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইইউ সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন ইমানুয়েল ম্যাকরন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সংস্কার করতে হবে, না হলে যুক্তরাজ্যের পর ফ্রান্সেরও এ পরিবার ছেড়ে যাওয়ার (ফ্রেক্সিট) পরিস্থিতি তৈরি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকা প্রার্থী ইমানুয়েল ম্যাকরন। ইইউপন্থী ম্যাকরন নির্বাচনী প্রচারাভিযানের শেষ সময়ে এ মন্তব্য করলেন। তিনি বলেন, আমি একজন ইউরোপ-পন্থী। নির্বাচনী প্রচারের পুরোটা সময় আমি বার বার ইউরোপীয় ধারণা এবং ইউরোপীয় নীতির পক্ষে কথা বলে গেছি। কারণ আমি বিশ্বাস করি, এটি ফ্রান্সের জনগণের জন্য এবং বিশ্বায়নে আমাদের দেশের অবস্থানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খবর বিবিসির। ‘কিন্তু একই সময়ে আমাদের চলমান পরিস্থিতির মোকাবেলাও করতে হবে, আমাদের জনগণের কথা শুনতে হবে। আমাদের জনগণ কি কারণে আজ এত ক্ষুব্ধ ও অধৈর্য হয়ে পড়েছে তা আমাদের শুনতে হবে। তাছাড়া, ইইউয়ের অকার্যকারিতাও আর চলতে পারে না।’ নিজে ইউরোপপন্থী হলেও ইইউ’র আমূল সংস্কারের ওপরই ফ্রান্সের এ জোটে থাকা নির্ভর করছে বলে মনে করেন ম্যাক্রোঁ। তিনি বলেন, ‘এ রকম অকার্যকর ইইউ আর টিকবে না। তাই আমি মনে করি, ইউরোপীয় ইউনিয়ন এবং আমাদের ইউরোপীয় প্রকল্পে বড় ধরনের সংস্কার করতে হবে।’ ইইউ এখন যেভাবে চলছে সেটিকে সেভাবেই চলতে দিলে তা ‘বিশ্বাসঘাতকতা’ হবে বলেই মনে করেন ম্যাকরন। তিনি বলেন, আমি তা করতে চাই না। কারণ, তাহলে হয়ত পরদিন থেকেই আমাদের একটি ফ্রেক্সিট এর মুখোমুখি হতে হবে অথবা আমাদের আবারও লো পেনের ন্যাশনাল ফ্রন্টের মুখে পড়তে হবে। তাই প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইইউ সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গত ২৩ এপ্রিল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রোঁ ২৩ দশমিক ৭ শতাংশ ভোট এবং তার প্রতিপক্ষ কট্টর-ডানপন্থি প্রার্থী মেরি লো পেন ২১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন। আগামী ৭ মে দ্বিতীয় দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ম্যাকরন ও লো পেনের মধ্যে একজনকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবেন ফরাসীরা।
×