ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগামী পাঁচ বছরে ফ্রান্সকে নেতৃত্ব দেবেন কে?

প্রকাশিত: ০৩:৫৯, ৮ মে ২০১৭

আগামী পাঁচ বছরে ফ্রান্সকে নেতৃত্ব দেবেন কে?

আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রান্সের ভোটাররা জানতে পারবেন পরবর্তী পাঁচ বছর তাদের নেতৃত্ব দেবেন কে, ইউরোপীয় ইউনিয়নপন্থী ইমানুয়েল ম্যাক্রন না অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী মেরি লি পেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বের ভোটে এগিয়ে থাকা এই দুই প্রার্থী রবিবারের দ্বিতীয় দফা ভোটে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করেন, এই দুজনের মধ্যে একজন হতে যাচ্ছেন ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট। দ্বিতীয় দফা ভোটের সব নির্বাচনী জরিপ বলছে, প্রেসিডেন্ট হিসেবে ফরাসী ভোটাররা ৩৯ বছর বয়সী ম্যাক্রনকেই বেছে নেবেন। খবর ইয়াহু নিউজের। সাবেক অর্থমন্ত্রী ম্যাক্রন দেশের বাম-ডান বিভাজনের মধ্যে সেতুবন্ধ হতে চান, দেশজুড়ে গড়ে ওঠা প্রতিষ্ঠানবিরোধিতার হুজুগ থামাতে চান; যে হুজুগে মার্কিনীরা ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছে এবং ব্রিটিশরা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করেছে। কিন্তু অপ্রত্যাশীতভাবে ন্যাশনাল ফ্রন্ট প্রার্থী লি পেন জয়ী হলে ইইউর ভবিষ্যত নিশ্চিতভাবেই পতনের দ্বারপ্রান্তে চলে যাবে। শেষ জনমত জরিপগুলোতে দেখা গেছে, জনসমর্থনে লি পেনের চেয়ে প্রায় ২৩ থেকে ২৬ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন ম্যাক্রন। গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বের ভোটেও জনমত জরিপের স্পষ্ট প্রতিফলন দেখা গেছে, ওই পর্বে জনমত জরিপে এগিয়ে থাকা প্রার্থী ম্যাক্রনই পেয়েছেন সর্বাধিক ভোট। বুধবার দুই প্রার্থীর শেষ নির্বাচনী বিতর্কে দুজনের মধ্যে তীব্র, তিক্ত বাগ্যুদ্ধ হয়; এরপর জনমত জরিপে লি পেনকে আরও ছাড়িয়ে যান ম্যাক্রন। জনমত জরিপে ম্যাক্রন এগিয়ে থাকায় শেয়ার মার্কেটেও চাঙ্গা ভাব দেখা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পশ্চিম ইউরোপে কট্টর-ডানপন্থীদের মধ্যে লি পেনই প্রথম ব্যক্তি যিনি একটি দেশের প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম ফেবারিট প্রার্থী হতে পেরেছেন। উগ্রপন্থী এই প্রার্থী ইইউর একক মুদ্রা ইউরো ত্যাগ করতে চান, সীমান্ত বন্ধ করে অভিবাসীদের আগমন বন্ধ করে দিতে চান। জনমত জরিপ সত্যি হলে এবং ফরাসীরা প্রথম নারী প্রেসিডেন্টের বদলে সবচেয়ে তরুণ প্রেসিডেন্টকে বেছে নিলে তার মেয়াদে কোন ‘হানিমুন পিরিয়ড’ থাকবে না বলে জানিয়েছে ম্যাক্রন। ম্যাক্রনের সব কর্মসূচীর সঙ্গে সবাই একমত না হলেও প্রায় ৬০ শতাংশ ভোটার জানিয়েছেন তারা লি পেনকে ঠেকাতে ম্যাক্রনকেই ভোট দেবেন।
×