ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নতুন এডিপিতে ১০ খাতে বরাদ্দ ১ লাখ ১৮ হাজার কোটি টাকা

প্রকাশিত: ০৩:৫৮, ৮ মে ২০১৭

নতুন এডিপিতে ১০ খাতে বরাদ্দ ১ লাখ ১৮ হাজার  কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন উন্নয়ন বাজেটের প্রথম দশটি খাতেই বরাদ্দ থাকছে ১ লাখ ১৮ হাজার কোটি টাকা। যা চলতি এডিপির চেয়ে ৮ হাজার কোটি টাকা বেশি। আর বরাবরের মতো এবারও টাকার অঙ্কে এগিয়ে স্থানীয় সরকার বিভাগ। এই বিভাগের বরাদ্দ সাড়ে একুশ হাজার কোটি টাকা। বরাদ্দ বেড়েছে পরিবহন, বিদ্যুত, শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও। তবে, বছর ব্যবধানে এক লাফে তিনগুণ বেশি টাকা দেয়া হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে। সরকার বলছে, দেশে বিদেশী বিনিয়োগ আসছে কম। সে ঘাটতি পূরণেই নেয়া হচ্ছে বড় এডিপি।
×