ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদায়ের আগেই বোর্ডের দায়িত্বে ইউনুস খান

প্রকাশিত: ০৮:২৭, ৭ মে ২০১৭

বিদায়ের আগেই বোর্ডের দায়িত্বে ইউনুস খান

স্পোর্টস রিপোর্টার ॥ ইউনুস খান। পাকিস্তান ক্রিকেটের চলমান কিংবদন্তি। ওয়েস্ট ইন্ডিজে বুধবার শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টই যার শেষ আন্তর্জাতিক ম্যাচ। তার আগেই দারুণ ব্যক্তিত্বের অধিকারী এ ক্রিকেটারকে নিজেদের কর্মকা-ে যুক্ত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অনুর্ধ-১৯ বিশ্বকাপে নিজ দেশের মেন্টর ও অন্যতম পরামর্শকের দায়িত্ব পালন করবেন ৩৯ বছর বয়সী এ তারকা। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ক্যারিবীয় সফরে প্রথম ম্যাচে প্রথম পাকিস্তানী হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করা ইউনুস ২০১৮ আইসিসি অনুর্ধ-১৯ বিশ^কাপে পাকিস্তান দলের মেন্টর ও অন্যতম পরামর্শক হিসেবে কাজ করবেন। আগামী বছর ১২ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে ৫০ ওভারের এ টুর্নামেন্ট। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে যাওয়া অধিনায়ক মিসবাহ-উল হক ও তুখোড় ব্যাটসম্যান ইউনুসকে বোর্ডের কোন দায়িত্ব দেয়া হবে বলে আগেই ইঙ্গিত দেয়া হয়েছিল। পিসিবির এ সিদ্ধান্ত তার প্রাথমিক বাস্তবায়ন। প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০তে এগিয়ে গিয়েছিল পাকিস্তান, দ্বিতীয়টিতে হারে এখন ১-১এ সমতা। শেষ ম্যাচটা তাই মহাগুরুত্বপূর্ণ। পাকিস্তান তাদের টেস্ট ইতিহাসে কখনই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জিততে পারেনি। আজহার আলি-সরফরাজ আহমেদদের সামনে দুই তারকা মিসবাহ ও ইউনুসের বিদায় স্মরণীয় করে রাখার বড় সুযোগ। দু’জন কেবল বড় ক্রিকেটারই নন, দেশটির সমসাময়িককালের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্বও বটে। ক’দিন আগে শহীদ আফ্রিদি যেমন বলেছিলেন, ‘পিসিবির অবশ্যই ইউনুস ও মিসবাহর মতো ক্রিকেটারকে সম্মানের সঙ্গে বিদায় জানানো উচিত, উচিত তাদের অভিজ্ঞতা কাজে লাগানো।’ আরেক সাবেক তারকা শোয়েব আকতারও ইউনুসকে ‘ইউনিক’ খান উল্লেখ করে একই রকম মন্তব্য করেন। পিসিবি প্রধান শাহরিয়ার খান মিসবাহকে বিশ্বকাপ জয়ী ইমরান খানের চেয়েও ভাল অধিনায়ক বলে প্রশংসা করেন। ম্যাককুলামের আইপিএল শেষ স্পোর্টস রিপোর্টার ॥ হ্যামস্ট্র্রিং ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টি২০ ক্রিকেটে আর খেলতে পারবেন না (গুজরাট লায়ন্স) নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম। ফলে আইপিএল শেষ হওয়ার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হলো হার্ডহিটার এই ব্যাটসম্যানকে। বৃহস্পতিবার দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন ম্যাককুলাম। ফলে ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও অস্ট্রেলিয়ার এন্ট্রু টাই’র পর ইনজুরির কারণে গুজরাটের স্কোয়াড থেকে বাদ পড়লেন ম্যাককুলামও। এতে বর্তমান স্কোয়াডে গুজরাটের বিদেশী খেলোয়াড় কোটায় থাকলে না ডোয়াইন স্মিথ, এ্যারন ফিঞ্চ, জেমস ফকনার ও সংযুক্ত আরব আমিরাতের চিরাগ সুরি। নিজের ইনজুরির ব্যাপারে টুইটারে ম্যাককুলাম বলেন, ‘ইনজুরি খেলার একটি অংশ। টুর্নামেন্টের সূচী একদম ঠাসা ও লম্বা ভ্রমণ খুব বিরক্তিকর। কিন্তু ইনজুরিতে আর কোন পথ খোলা থাকলো না।’ চলমান আসরে ১১ ম্যাচে ৩১৯ রান করেন ম্যাককালাম। সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয়স্থানে তিনি। গেল আসরেও ৩৫৪ রান করেছিলেন ম্যাককুলাম। মহিলা ভলিবল দল গঠনের ট্রায়াল স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উদ্যোগে এবং ইফাদ গ্রুপের পৃষ্ঠপোষকতায় জাতীয় মহিলা ভলিবল দলগঠনের লক্ষ্যে দীর্ঘমেয়াদী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ভলিবল ফেডারেশন। এ উপলক্ষে আজ রবিবার থেকে দুইদিনব্যাপী পল্টনের ভলিবল স্টেডিয়ামে মহিলা ভলিবল খেলোয়াড়দের জন্য উন্মুক্ত বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে বাছাই কার্যক্রমের উদ্বোধন করবেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইফাদ গ্রুপের পরিচালক তাসফিন আহমেদ। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম।
×