ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বসেরা ফুটবলার হতে চান বোল্ট

প্রকাশিত: ০৮:২৭, ৭ মে ২০১৭

বিশ্বসেরা ফুটবলার হতে চান বোল্ট

স্পোর্টস রিপোর্টার ॥ ইতোমধ্যেই কিংবদন্তি হয়ে গেছেন। ক্যারিয়ার শেষ হওয়ার আগেই ইতিহাসের পাতায় সবার ওপরে নিজের নামটাকে লিপিবদ্ধ করেছেন। তবে সেটা ট্র্যাক এ্যান্ড ফিল্ড জগতে। ৮টি অলিম্পিক সোনা (৯টির মধ্যে একটি প্রত্যাহার সতীর্থের ডোপপাপে) জিতেছেন। ১০০ মিটারে মাত্র ৯.৫৮ সেকেন্ড টাইমিং ও ২০০ মিটারে ১৯.১৯ সেকেন্ড টাইমিংয়ের বিশ্বরেকর্ড গড়ে হয়েছেন সর্বকালের সর্বসেরা স্প্রিন্টার। কিন্তু জ্যামাইকান ‘বিদ্যুত’ উসাইন বোল্টের মন ভরেনি। তিনি মনেপ্রাণে চান ফুটবলে বিশ্বসেরাদের কাতারেও নিজের নামটা দেখতে। স্প্রিন্ট কিংবদন্তি বোল্ট এ বছরই ট্র্যাক এ্যান্ড ফিল্ড থেকে অবসরে যাবেন। আগস্টে লন্ডনে অনুষ্ঠিত হবে বিশ্বচ্যাম্পিয়নশিপস আসর। ৩০ বছর বয়সী বোল্ট সেই আসরের পরপরই অবসরে যাবেন। বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতোমধ্যেই বোল্ট ৮টি অলিম্পিক, ১১টি বিশ্ব আসরের স্বর্ণ জিতেছেন। আছে তিনটি বিশ্বরেকর্ড। কিংবদন্তি হয়ে গেছেন ক্যারিয়ারের এমন রেকর্ডের কারণে। কিন্তু অনেক আগেই বোল্ট আকাক্সক্ষা প্রকাশ করেছিলেন তিনি একজন ফুটবলার হতে চান। ইংলিশ প্রিমিয়ার লীগের ঐতিহ্যবাহী দল ম্যানচেস্টার ইউনাইটেডের দারুণ ভক্ত এ স্প্রিন্টার ফুটবলার হিসেবে তার উচ্চাকাক্সক্ষার কথাও বললেন, ‘আমার উচ্চাকাক্সক্ষা আছে বিশ্বের সেরা ৫০ খেলোয়াড়ের মধ্যে একজন হওয়ার। আমি যদি নিয়মিত খেলার সুযোগ পাই তাহলে আমি অবশ্যই একজন স্ট্রাইকার হব। সেক্ষেত্রে এমন স্ট্রাইকারই হতে চাই যে প্রতি মৌসুমে অন্তত ২০ গোল করতে সক্ষম। আমি আশাকরি সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলব। আমি এই খেলাটিকে ভালবাসি এবং এটা আমার মাথায় দীর্ঘদিন ধরেই আছে। গত কয়েক মাসে আমি বেশ কয়েকটা ক্লাবের সঙ্গে কথা বলেছি। অবশ্যই কিছু সম্ভাবনা আছে। কিন্তু কিছুই এখন পর্যন্ত সুনিশ্চিত নয়। আমাদের দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে।’ বোল্ট এর আগে জানিয়েছিলেন তার স্বপ্ন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা। আগামী সেপ্টেম্বরেই তিনি উচ্চ পর্যায়ের ফুটবল কেমন হতে পারে সেই স্বাদটা পেতে চলেছেন। ওই সময় জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ৩/৪ দিনের জন্য অনুশীলন করবেন তিনি। যদিও ক্রীড়া সামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান পুমার বাণিজ্য, বিপণনের অংশ এটি এমন কথাই শোনা যাচ্ছে। ডর্টমুন্ড ক্লাব ও বোল্ট উভয়ে এ ব্র্যান্ডটি ব্যবহার করেন।
×