ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রেকর্ড মুছে ফেলার বিপক্ষে ফেলিক্স

প্রকাশিত: ০৮:২৫, ৭ মে ২০১৭

রেকর্ড মুছে ফেলার বিপক্ষে ফেলিক্স

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাথলেটিক্সের জগতে অনেকগুলো রেকর্ড দীর্ঘদিন ধরে অমলিন অবস্থায় রয়েছে। আর এই রেকর্ডের অনেকগুলোই দখলে আছে ড্রাগ গ্রহণ করে নিষিদ্ধ হওয়া এ্যাথলেটদের। তবে অনেক রেকর্ডধারীর রক্তের নমুনা সংগ্রহে না থাকায় তাদের পরিশুদ্ধি নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা সম্ভব হচ্ছে না। এ কারণে আন্তর্জাতিক এ্যাথলেটিক্সের প্রধানরা চাইছেন ২০০৫ সালের পূর্বে এ্যাথলেটদের গড়া রেকর্ডগুলো মুছে ফেলতে। কিন্তু মার্কিন ট্র্যাক এ্যান্ড ফিল্ড তারকা এ্যালিসন ফেলিক্স এর বিরোধিতা করছেন। রেকর্ডগুলো যেভাবেই হয়েছে সেগুলো ছোঁয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন যারা তারা একেবারেই নির্ভেজাল একটি ক্যারিয়ার এগিয়ে নিয়েছেন। সেভাবেই সব এ্যাথলেটরা নিজেদের প্রস্তুত করেছেন। এখন যদি ডোপপাপীদের গড়া রেকর্ড মুছে ফেলা হয় সেটা অনেকগুলো উচ্চাকাক্সক্ষা ও প্রচেষ্টাকে ভুলুণ্ঠিত করবে। এমনটাই মনে করছেন ফেলিক্স। আর যারা পরবর্তীতে ওই রেকর্ডগুলোকে পেরিয়ে গেছেন তারা পরিশুদ্ধ থাকার পরও মর্যাদা কমে যাবে। এ বিষয়ে ৩১ বছর বয়সী ফেলিক্স বলেন, ‘এটা খুবই কঠিন কাজ। আমি অবশ্যই মনে করি কিছু রেকর্ড নতুন করে পর্যালোচনা করা যেতেই পারে। কিন্তু কোনভাবেই কোন একজন নির্ভেজাল এ্যাথলেটের কোন নির্ভেজাল রেকর্ড কেড়ে নিতে পারেন না।’ ২০০ মিটার ও ৪০০ মিটারের এ তারকা আশা প্রকাশ করেন যে ক্রীড়ার সর্বোচ্চ নীতি নির্ধারকরা অন্য কোন ভাল সমাধানের পথে হাঁটবেন।
×