ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেডারেশন কাপ ফুটবল ১৩ মে শুরু

প্রকাশিত: ০৮:২৪, ৭ মে ২০১৭

ফেডারেশন কাপ ফুটবল ১৩ মে শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৩ মে শুরু হচ্ছে মৌসুম সূচক ফুটবল আসর ফেডারেশন কাপ। মৌসুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ক্লাবগুলো। যেখানে হার-জিত নিয়ে মাথা না ঘামিয়ে টিম কম্বিনেশন খুঁজে পেতেই ব্যস্ত তারা। একইসঙ্গে সমানতালে চলছে ফুটবলারদের পজিশন নিয়েও কাঁটাছেঁড়া। আর সবমিলিয়ে সামনের মৌসুমটা বেশ জমজমাট হবে বলেই বিশ্বাস দলগুলোর। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ। মুখোমুখি শেখ জামাল আর সাইফ স্পোর্টিং ক্লাব। অভিজ্ঞতার হিসেব-নিকেশে যাদের অবস্থান দুই মেরুতেই হবার কথা। তবে টাকার ঝনঝনানিই বোধ হয় বদলে দিয়েছে সব হিসেব। তাই ঘরোয়া ফুটবলের নবীনতম দল হয়েও বেশ আলোচনার মধ্যেই সাইফ স্পোর্টিং। চ্যাম্পিয়নশিপ লীগে দলে তারকা খচিত কোন ফুটবলার না পেলেও প্রিমিয়ার লীগে এসে সে অভাব নেই দলটির। দেশের একঝাঁক নামকরা খেলোয়াড়ের পাশাপাশি তাদের আছে হাই-প্রোফাইল বিদেশীও। সব গোছানো শেষ। এবার পালা সেরা কম্বিনেশন গড়ে তোলার। সাইফ স্পোর্টিংয়ের ইংলিশ কোচ কিম গ্র্যান্ট যখন দায়িত্ব নিয়েছিলেন, তখন ফুটবলারদের ফিটনেসে অনেক ঘাটতি ছিল। তবে এখন তারা অনেকটাই ফিট হয়ে উঠেছে। তাদের উন্নতিতে কোচ বেশ সন্তুষ্ট। তাই কিম আশা করেছেন নতুন মৌসুমে ভাল ফলাফলের। অন্যদিকে বাফুফের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে গত মৌসুমটা ভাল কাটেনি শেখ জামালের। নতুন মৌসুমে দলের সঙ্গে ক্লাবটির পরিচালনা পর্ষদেও এসেছে পরিবর্তন। তাই পুরনোকে ঝেড়ে ফেলে শুরুটা তারা করতে চায় নতুন করে। শেখ জামাল ধানম-ি ক্লাবের নাইজিরিয়ান কোচ জোসেফ আফুসির মতে, ম্যাচ জিতলেও তার দল এখনও পুরোপুরি তৈরি না। দলটিকে গোছাতে আরও অনেক কাজ করতে হবে। আর সেটার চেষ্টাই চলছে। এ মৌসুমে এখন পর্যন্ত দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলেছে শেখ জামাল, আর সাইফ স্পোর্টিং। যেখানে সাইফ স্পোর্টিং দুটিতে হারলেও একটিতে জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানম-ি ক্লাব। আর কদিন পরেই ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। তার আগেই নিজেদের শাণিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাবগুলো। তারই ধারাবাহিকতায় শুক্রবার শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড মাঠে একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়। যাতে স্বাগতিক শেখ জামাল ধানম-ি মুখোমুখি হয় বাংলাদেশ প্রিমিয়ার লীগের নবাগত দল সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের। খেলায় শেখ জামাল ৩-২ গোলে জয়লাভ করে। বিজয়ী দলের গাম্বিয়ান ফরোয়ার্ড মমোদৌ বা জোড়া গোল করেন (১৯ এবং ৭৯ মিনিটে)। অপর গোলটি করেন নুরুল আফসার (২০ মিনিটে)। সাইফের মতিন (৪৭ মিনিটে) এবং হ্যাম্বার (৫০ মিনিটে) ১টি করে গোল করেন।
×