ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে দুই ভার্সিটি শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ০৮:০৪, ৭ মে ২০১৭

রাজধানীতে দুই ভার্সিটি শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনানীতে একটি হোটেলে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার কয়েকটি পর অবশেষে পুলিশ মামলা নিয়েছে। আজ রবিবার তাদের পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হবে। ওই শিক্ষার্থীদের পরিবার অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে তারা থানা পুলিশের কাছে অভিযোগ দিলেও পুলিশ মামলা নিতে টালবাহানা করেন। শনিবার ধর্ষণের শিকার দুই তরুণীর একজন বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেন। যার নম্বর ৮। মামলায় ৫ জানকে আসামি করা হয়েছে। বনানী থানার ওসি (তদন্ত) আব্দুল মতিন মামলার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলার আসামিরা হচ্ছে, সাদাত আহমেদ, নাইম আশরাফ, সাদমান শাকিব, সাদাতের গাড়িচালক বেল্লাল ও একজন বডিগার্ড। ওসি (তদন্ত) আব্দুল মতিন আরও বলেন, ধর্ষণের শিকার দুই তরুণীর একজন পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ ও ধর্ষিতার পরিবারিক সূত্র জানায়, গত ২৮ মার্চ পূর্বপরিচিত সাদাত আহমেদ ও নাইম আশরাফ জন্মদিনের পার্টির কথা বলে ওই দুই তরুণীকে বনানীর একটি হোটেলে নিয়ে যায়। জন্মদিনের পার্টি চলার সময় দুই তরুণীর মাথায় অস্ত্র ঠেকিয়ে হোটেলের একটি কক্ষে আটকে রাখে ওই ৫ আসামি। পরে তাদের পালাক্রমে ধর্ষণ করে তারা। পরদিন বিষয়টি জানাজানি হলে ওই তরুণীকে হত্যার পর লাশ গুম করার ভয় দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। ভিকটিমের পরিবার অভিযোগ করেন, আসামিরা প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় বনানী থানা পুলিশ প্রথমে তাদের মামলা নিতে অস্বীকৃতি জানায়।
×