ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেশে অঘোষিত মার্শাল ল চলছে ॥ রিজভী

প্রকাশিত: ০৭:৫৮, ৭ মে ২০১৭

দেশে অঘোষিত মার্শাল ল চলছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, দেশে অঘোষিত মার্শল ল চলছে। আইন কানুন বলতে কিছু নেই। কারও বাকস্বাধীনতা নেই। ভোটবিহীন নির্বাচনে যারা সংসদ সদস্য হয়েছেন তারা জনগণের স্বার্থ নিয়ে ভাবেন না। এই সরকার জাতিকে হাসিনা মার্কা গণতন্ত্র উপহার দিয়েছে, উপহার দিয়েছে হাসিনা মার্কা উন্নয়ন। উন্নয়নের নামে হাসিনার নেতা কর্মীরা ফুলে ফেঁপে নাদুস নুদুস হচ্ছে। তিনি শনিবার সকালে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে খুলনা মহানগর বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি নুরুল ইসলাম দাদু ভাই, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কু-ু, সহ- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আশরাফউদ্দিন বকুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি। সভায় রুহুল কবীর রিজভী আরও বলেন, ভারতের বিজ্ঞানীরা বলছেন সুন্দরবনের ২৫ কিলোমিটারের মধ্যে কোন বিদ্যুত কেন্দ্র স্থাপন করা যাবে না। অথচ ভারতকে সন্তুষ্ট করতে জনগণের দাবি উপেক্ষা করে সুন্দরবনের অতি নিকটে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুত কেন্দ্র স্থাপন করা হচ্ছে। বিএপির সিনিয়র যুগ্ম মহাসচিব বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের দাবিদার এই সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির প্রধান হোতা। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বাকশালী সংসদে নতুন নতুন আইন পাস করা হচ্ছে। তিনি বলেন, মেঘালয়ের পাহাড়ী ঢলে হাওড় অঞ্চলে মানবিক বিপর্যয় নেমে এসেছে। সেখান থেকে আসা ইউরেনিয়াম মিশ্রিত পানিতে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রুহুল কবীর রিজভী বলেন, নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপির কোন প্রস্তুতি নিতে হয়না। বিএনপি নির্বাচনের জন্য সব সময়ই প্রস্তুত রয়েছে। বিকেলে খুলনা প্রেসক্লাব অডিটোরিয়ামে জেলা বিএনপি’র প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সেখানেও বিএনপির সিনিয় যুগ্ম মহাসচিব প্রধান অতিথি ছিলেন।
×