ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাগরীকে জেলে পাঠানো হয়েছে

প্রকাশিত: ০৭:৫২, ৭ মে ২০১৭

নাগরীকে জেলে পাঠানো হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্যবসায়ী নূরুল ইসলাম হত্যা মামলায় সাবেক কাস্টমর্স কর্মকর্তা শাহাবুদ্দীন নাগরীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। শনিবার তিনদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার তদন্তকারী অফিসার। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার হত্যার কথা স্বীকার করে ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন নিহতের স্ত্রী সুমি। ২ মে শাহাবুদ্দীন নাগরীর ও নিহতের স্ত্রী সুমিকে ফের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ। উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাজধানীর এলিফ্যান্ট রোডের ১৭০/১৭১ ডোম-ইনো এ্যাপার্টমেন্টে নিজ বাসায় খুন হন ব্যবসায়ী নুরুল ইসলাম।
×