ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৬:৫০, ৭ মে ২০১৭

ক্যাম্পাস সংবাদ

শাহ্নূরী মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্প্রতি রাজধানীর মগবাজারস্থ শাহ্নূরী মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল (এমপি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্্নূরী মডেল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোখলেসুর রহমান। উপস্থিত ছিলেন ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাহিদুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ডিআইইউর সেমিনার সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স হলে ‘জুডিশিয়াল এ্যাক্টিভিসম ও জুডিশিয়াল সেলফ- রেস্ট্রেইয়ন্ট’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের কর্ণাটক বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ড. এস এস বিশ্বেস্বরাইয়াহ। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কে. এম মোহসীনের সভাপতিত্বে সেমিনারে আলোচনায় অংশ নেন ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন, ঢাবির আইন অনুষদের ডিন ড. মো. রহমত উল্লাহ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. মুহাম্মাদ শহীদুল কাদির পাটোয়ারী; ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী; কোষাধ্যক্ষ ড. মোঃ মইনুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শওকত আরা হোসেন, অধ্যাপক ড. এম ইকরামুল হক ও ড. রিদওয়ানুল হক। উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারপারসন মিলি সুলতানাসহ শিক্ষকম-লী, মানবাধিকারকর্মী, এনজিওকর্মী প্রমুখ। প্রাইম ইউনিভার্সিটিতে সেমিনার ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস’ উপলক্ষে সম্প্রতি প্রাইম ইউনিভার্সিটিতে ভোক্তা অধিকার সংক্রান্ত একটি সেমিনার, ‘কনজ্যুমার রাইট্স্’ -এর আয়োজন করা হয়। সেমিনারটি প্রাইম ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ, এইচ আর ডি এ্যান্ড পাবলিকেশন্স এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। সেমিনারটিতে সভাপতিত্ব করেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান এবং অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের কোষাধ্যক্ষ মোঃ মামুন সোবহান। সেমিনারে প্রধান বক্তা ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক (যুগ্ম সচিব) ড. মোঃ শাহাদাৎ হোসেন। বাংলাদেশে ভোক্তাদের অধিকার ও অধিকার সংরক্ষণের বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোকপাত করেন। সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। ক্যাম্পাস প্রতিবেদক
×